শনিবার, ১৪ জুলাই, ২০১২

ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করুন





শিরোনামটি আমার নয় ধার করে নেত্তয়া। একটু আগে একটি পোস্টে এই শিরোনাম ছিল। ভিতরে গিয়ে দেখি ঘুমিয়ে নয় বরং জেগে জেগে পিটিসি সাইটে ক্লিক করার জন্য রেফারেল লিংক সহ পোস্ট করা হয়েছে। গতকাল বিকেল বেলা ঢাবিতে নবীনদের নিয়ে একটা আড্ডা ডু ফু নিয়ে কথা হল কয়েক ঘন্টা। সকলের আগ্রহ আছে অনলাইনের প্রতি। অনেকে ডুল্যান্সার স্কাইল্যান্সার কবলে পড়ে নিজেদেরকে নি:স্ব করেছে। এখন তারা কাজ শিখে আয় করতে চায় ক্লিক করে নয়। যদি ক্লিক করা শিখতে ৭০০০ টাকা দিয়ে একাউন্ট তৈরি করতে হয় তবে কাজ শিখতে কেন এত ভয়? অনলাইনে আয় করা ছেলের হাতের মোয়া নয় যে ইচ্ছে করলেই পারবেন। হ্যা আপনি পারবেন বসে বসে ক্লিক করে আয় করতে। এতে কোন প্রকারের দক্ষতার প্রয়োজন হয় না। শুধু ক্লিক করতে পারলেই হয়। কয়েকদিন ধরে রেফারেল লিংক সহ ফেসবুক ফ্যানপেজ লাইকের মাধ্যমে আয়ের লেখা পোস্ট করার বন্যা বয়ে যাচ্ছে। নানা নামে নানা শিরোনামে লেখা পোস্ট করা হচ্ছে। মুছে মুছে হাত এখন ব্যাথা হয়ে যাচ্ছে। তবে যে সময় ব্যয় করে আপনি এগুলোর পেছনে ছুটে বেড়াচ্ছে সেই সময়ে আপনি টেকটিউনস এর টিউনগুলো পড়ে নিজেকে তৈরি করতে পারেন।
Odesk ফ্যান পেজ লাইকের কাজ করে আপনি কত আয় করতে পারবেন? ১০০০ লাইকের জন্য মাত্র ৫ ডলার। অর্থাৎ ৪১০ টাকা। এই লাইকগুলো পেতে আপনার কতটুকু সময় ব্যয় হয়েছে? হিসেব করে বলুন। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন কিংবা SEO জানেন তা হলে আপনার কত আয় হতে পারে এই সময়ে? অন্যের জন্য কাজ করা বাদ দেন। নিজে একটি সাইট তৈরি করুন। এজন্য প্রথমেই প্রয়োজন একটি ডোমেইন SEO-র কথা মাথায় রেখে ডোমেইন হোস্টিং নিলেন। নিজেই নিজের সাইট তৈরি করলেন। প্রতি সপ্তাহে বেশি নয় ২৫০+ শব্দের ইউনিক আর্টিকেল পোস্ট করুন সাইটে। সেটিকে ভালো মত করে seo করুন। কেননা একটি সাইটের চেয়ে একটি পোস্টকে গুগলের প্রথম পাতায় নিয়ে আসতে কম কষ্ট হয়। আর যদি আপনার প্রতিযোগী কম থাকে আরো বেশি সুবিধা হবে। এডসেন্স এর জন্য নিজের সাইটটিকে তৈরি করুন। ১০/১৫টি পোস্ট হলে আবেদন করুন। দেয় নাই? সমস্যা নেই অন্যান্য এড সাইটের এড প্রর্দশন করুন। ভিজিটর এলে আপনার আয় হবেই। এবার ঘুমিয়ে ঘুমিয়ে আয় করুন। কেউ আবার বেশি ঘুমিয়ে থাকবেন না। শরীর খারাপ করবে। আপনার সাইটের পুরনো পোস্টগুলো মাঝে মধ্যে আদর যত্ন করবেন হাজার হোক তারা সোনার ডিম পাড়া হাস। সোনার ডিমের আশায় গলায় ছুরি চালিয়ে বসবেন না। সময় দিন অবশ্যই সফল হবে। সবাইকে ধন্যবাদ। টেকটিউনস এর সাথে থাকুন।

"অনলাইন ইস্কুল"

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন