ফ্রিল্যান্সিং







Freelancing কে সম্মানজনক পেশা মনে করা হলেও বর্তমানে PTC এসে তার বারোটা বাজিয়ে দিচ্ছে।
সংগত কারনে ফ্রীল্যান্সিং কে সম্মানজনক পেশা মনে করি। আর সেই কারনে কখনো কখনো সাময়ীক ভাবে চাকুরী করা সত্ত্বেও নিজেকে ফ্রীল্যান্সিং হিসেবে পরিচয় দিতে বেশি সাচ্ছন্দবোধ এবং গর্ববোধ করতাম। তবে অধিকাংশ মানুষ এটার সাথে পরিচিত না থাকলেও তাদের কে বোঝাতে গেলে এরকম কিছু বলতে হত যে ফ্রীল্যান্সিং হচ্ছে বাড়িতে বসেই অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করা। এটা শুনে মানুষ এই ফ্রীল্যান্সিং এর ব্যাপার টা কে অনেক বড় করেই দেখতো। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে কাউকে যদি বলি যে আমি ফ্রীল্যান্সিং করি কিংবা অনলাইনে অর্থ উপার্জন করি তা হলে সেই ব্যাক্তি সাথে সাথেই এরকম কিছু শুনিয়ে দেয় যে" অমুক/তমুকও ইন্টারনেটে টাকা ইনকাম করে। বা অমুকের ভাই,তমুকের ভাই কিংবা অমুকের ছেলে তমুকের ছেলে ব্ল্যা ব্ল্যা ব্ল্যা..................।।
অথবা একটা সময় যে সকল ব্যাক্তিদের সাথে নিজেকে ফ্রীল্যান্সিং হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম আজ তারাই এসে আমাকে বলে যে এখন "আমিও ইন্টারনেটে কাজ করে ইনকাম করি".........। এমন একটা ভাব নিয়ে বলবে যেন দুই একটা ক্লিক করেই মহা পন্ডিত হয়ে গেছে। সব থেকে মজার ব্যাপার হল যারা দুই দিন আগে ইন্টারনেট বানান টাই ঠিক মতন করতে পারে না তারা আবার নিজেকে ফ্রীল্যান্সার হিসেবে দাবি করে। এই সমস্ত ব্যাপার গুলো নিয়ে এখন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে, নিজেকে মানুষের সামনে নিজের এই পেশার কথা উচ্চারন করতে পারি না। আর মানুষ গুলো এমন বোকা যে যুক্তি দিয়ে যদি বুঝিয়ে দেয় যে পি টি সি ভুয়া তখন তারা ভাবে যে আমি নিজে অনলাইনে ইনকাম করি আর তারাও অনলাইনে ইনকাম করছে এই জন্যে হয় তো আমি তাদের উপর ঈর্ষান্নিত হচ্ছি।
ইনকাম করা এত সহজ? ঘন্টার পর ঘন্টা অনলাইনে বসে কাজ করে ইনকাম করতে হয় আর তারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে কয়েক ক্লিকের মাধ্যমে কয়েক মাসে ৩/৪ ডাবল করবে। এই ব্যাপার টা রীতিমত আমাদের মতন ফ্রীল্যান্সার দের কে অপমান করছে।
যাই হোক এবার আসল কথায় আসিঃ

পি টি সি এর ইতিহাস নিয়ে সামান্য আলোচনাঃ

পিটিসি (পেইড টু ক্লিক) এটা অনলাইনে অনেক আগে থেকেই চলে আসছে। সাধারনত পিটিসি যে যুক্তির উপর ভর করে ইনকাম দিচ্ছে তা ঠিক এরকম যে, আপনি বিজ্ঞাপন কিংবা কোন ওয়েবসাইট দেখবেন এবং তার বিনিময়ে আপনাকে টাকা দিবে। হ্যাঁ সেটা দিতেই পারে কিন্তু সেটা হতে পারে খুবই সামান্য। আর কোন কোম্পানীর মার্কেটিং এর জন্যে এরকম কিছু করতেই পারে।কিন্তু তার মানে সব কোম্পানী গুলো মার্কেটিং এর জন্যে বস্তা বস্তা টাকা নিয়ে বসে নেই যে, তাদের ওয়েবসাইট বা বিজ্ঞাপন দেখার জন্যে টাকা এত টাকা দিবে।

বর্তমানের পিটিসি সাইট গুলো যে ভাবে প্রতারনা করছেঃ

শুরু থেকেই বহু লোক কিংবা বহু প্রতিষ্ঠান ইন্টারনেটে বসে ইনকাম করাকে পুজি করে মানুষ কে বিভিন্ন পদ্ধতিতে প্রতারিত করে আসছে। তারই নতুন একটি রুপ হচ্ছে এই পিটিসি। কয়েক বছর আগে HYIP(High Yield Investment Program) এসে অনেক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে। সেটা ছিল অনেক টা এরকম যে আপনি ইনভেস্ট করবেন আর আপনাকে দৈনিক প্রফিট/লাভ দিবে। কিন্তু এমনি এমনি লাভ দেওয়ার তেমন কোন যুক্তি উপস্থাপন না করতে পারাতে এই ধরনের প্রতারনামূলক পদ্ধতি বেশি দিন টিকতে পারলো না। বর্তমানে ঠিক সেই জাতীয় ব্যাক্তি পি টি সি এর রূপ ধরে আবারও মানুষের মাঝে প্রতারনার জাল বুনতে এসেছে। আর সেই জালে জড়িয়ে যাচ্ছে অসংখ্য মানুষ। তারা মার্কেটিং এর জন্যে মূল হাতিয়ার হিসেবে মাল্টি লেভেল মার্কেটিং (MLM) নামক এই জঘন্য পদ্ধতিকে ব্যাবহার করছে। বলাবাহুল্য যে এই ধরনের কোম্পানী লোভী ও সরল-সহজ মানুষ দের কে বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে যাবে। (অলরেডি বেশ কয়েকটি কোম্পানী চলে গেছে)

যারা প্রতারনার জাল বুনছে এবং যারা সেই জালে জড়িয়ে যাচ্ছেঃ

তথ্য-প্রযুক্তি(আই টি), ফ্রীল্যান্সিং বা ঘরে বসে অনলাইনে অর্থ উপার্জন করা এই জাতীয় শব্দ কিংবা কাজ এর প্রতি অধিকাংশ মানুষের এক ধরনের দুর্বলতা রয়েছে আর সেই সাথে রয়েছে অজ্ঞতা। আর এই অজ্ঞতার সুযোগ নিয়ে আমাদের মতন কিছু জ্ঞানী,অভিজ্ঞ এবং বুদ্ধিমান অথচ অসৎ ব্যক্তিরা খুব সহজেই মানুষ কে এই ধরনের প্রতারনার জালে ঠেলে দিচ্ছে।

ব্যক্তিগত কিছু মন্তব্যঃ

পি টি সি বা এই ধরনের প্রতারনা বাংলাদেশের আই টি সেক্টর কে পুরোপুরি ধংশের পথে ঠেলে দিচ্ছে। সম্ভাবনাময় তরূন প্রজন্মকে পঙ্গু বানিয়ে দিচ্ছে। আর এখান থেকে প্রতারিত হয়ে মানুষ ফ্রীল্যান্সিং এর উপর আগ্রহ এবং বিশ্বাস দুটোই হারাচ্ছে। ফ্রীল্যান্সার হওয়া বা ইন্টারনেটে ইনকাম করা অত সহজ নয়। আমরা যারা ফ্রীল্যান্সার তারা মাথার ঘাম পায়ে না হোক কম্পিউটারের কিবোর্ডের উপর ফেলে নিজের মেধা এবং সময় ব্যয় করে অর্থ উপার্জন করি এবং এখনো করছি। তাই আমরা যারা এই সম্পর্কে জানি তাদের উচিত অবশ্যই আশে-পাশের মানুষ কে এই সমস্ত ব্যাপার সম্পর্কে সতর্ক করা। হয় তো আগামী কয়েক মাসের মধ্যেই এরকম কয়েক শত কোম্পানী আসবে আর যাবে। এবং মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়েও নিবে। হয় তো বা মানুষ একটা সময় তাদের তাদের ভূল বুঝতেও পারবে। কিন্তু তখন আর এই সময় এবং টাকা কোনটাই ফিরে পাবে না।
# টাকা কিংবা ক্লিক নয়, নিজের মেধা, মানসিক পরিশ্রম এবং মুল্যবান সময় ব্যয় করে কিছু শেখার চেষ্টা করুন তারপর যোগ্যতা অনুযায়ী সেই ধরনের কাজ করে ইনকাম করার কথা চিন্তা করুন।
# MLM এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা না করে থলে নিয়ে রাস্তায় নেমে পড়ুন এবং সাধারন ভিক্ষুকদের মতন ভিক্ষা করুন। (অন্তত পক্ষে এই ধরনের ভিক্ষুকদের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্থ হবে না)
(এখান থেকে প্রায় ছয় মাস আগে এই সকল পিটিসি সাইট থেকে সতর্ক করার জন্যে একটি পোস্ট লিখেছিলাম। কিন্তু ভুলবসত সেটি প্রকাশ না করে সেইভ করে রেখেছিলাম। তবে পরে আর পাব্লিশ করতে খেয়াল হয়নি। তো সেই পোস্ট এর সাথে সম্পর্ক রেখেই এই পোস্ট টি করলাম)
উপরের পোস্ট টি কিছু দিন আগে অন্য ব্লগে করার পর ফেসবুকে বেশ কিছু লোক বিভিন্ন রকমের বিতর্কিত বার্তা পাঠিয়েছিলেন। তার মধ্যে একটি তুলে ধরলাম :) -
I read ur post about freelancing. No doubt it is very important and it gives us a clear view about real freelancing to us. I support u about this that, men like u being wise and having knowledge in IT but wicked, cheating with general people by fake clicking. If it continues, needless to say, our young generation will be frustrated and hopeless soon about freelancing as ur saying.
**But one thing i just don't understand, truly u r a wise man but without knowing completely about MLM / Network marketing u should not comment nonsense that, ".........মাল্টি লেভেল মার্কেটিং (MLM) নামক এই জঘন্য পদ্ধতিকে ব্যাবহার করছে।", "MLM এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা না করে থলে নিয়ে রাস্তায়  নেমে পড়ুন এবং সাধারন ভিক্ষুকদের মতন ভিক্ষা করুন।"
# 1. It's a World recognize marketing method, not our own. Many top level countries (not third class) follow it.
# 2. In Bangladesh, near about 1 crore people directly or indirectly depend on it. (Of course, all of them are not fool, uneducated, uncultured. More ever, some of them are more educated, wise and smart then u in everything).
# 3. U thing, freelancing is hardworking (i also thing the same) but Network marketing is "vikkha". I  request u to earn some money from a legal MLM company and experience the reality.
# 4. Every year, approximately 26 lac unemployed but educated person are adding in UN-employees queue. Do something for them or tell to ur Govt. to do something for those top degree holders of nation.
# 5. A real net worker does the same with his down-line member what only a brother does for his own brother.
Finally, A Doctor uses a knife for doing operation and a terrorist uses it for killing, depends on it's use. MLM, itself has no power of cheating. Thing u got it..........
(সময়ের অভাবে আমি এখনো রিপ্লাই দেয়নি)

কিভাবে ফেসবুক ফ্যান পেজের ফ্যান বাড়িয়ে টাকা আয় করবেন ! !
আমরা সবাই ফেসবুক এর সাথে পরিচিত। খুব কমই আছেন যারা ফেসবুক ব্যবহার করেন না। অনেকের আবার এক বা একাধিক ফেসবুক ফ্যান পেজ আছে। কিন্তু পেজে লাইক পাওয়া দুরুহ ব্যাপার। আবার আমরা অনেকেই বিভিন্ন আউটসোর্সিং সাইটে কাজ করি সেখানে হারহামেশাই লাইক এর কাজ পাওয়া যায়। কিন্তু লাইক পাওয়া মোটেও সহজ নয়।
আজ আপনাদের আমি এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি ফেসবুকের পেজের লাইক পাবেন সহজেই। এটা অনেকটা বিনিময়ের মত। মানে আপনি যতগুলো লাইক করবেন ততগুলো লাইক পাবেন। আপনি লাইক এর মাধ্যমে কয়েন অর্জন করবেন আবার সেই কয়েন এর বিনিময়ে আপনার পেজের লাইক পাবেন। সহজ হিসাব।  আবার আপনি  চাইলে এই  কয়েন  সেল করে  টাকা নিতে পারেন
আপনি   payment পাবেন   bKash &  alertpay  এর মাধ্যমে ।
আমি প্রথমে  বিশ্বাস করি নাই যখন   alertpay   
২  ডলার  পাই তখন আমার  বিশ্বাস  হয়  ।  আর এই সাইট  এ কাজ করাও অনেক ইজি
সাইট টা  দেখতে এইখানে  ক্লিক করুন
কোন  সমস্যা  হলে কমেন্ট দিয়ে  জানান
ধন্যবাদ

 ট্রিক্স করে অ্যাড বসাই, ক্লিক পেয়ে ডলার কামাই ।


ব্লগার এ পোস্ট এর ভিতর অ্যাডসেন্স অ্যাড কিভাবে বসাতে হয় চলুন দেখি
যদি আপনি চান যে ব্লগার এ প্রতিটি পোস্ট এর পর অ্যাড সেন্সে অ্যাড ইনপুট করবেন তখন আপনাকে ব্লগার Interface ব্যবহার করে কাজ টি করতে হবে । আপনি আপনার ব্লগার ব্লগের Back End  যান, সেখান থেকে Page Element, এবার Blog Post এর নীচে EDIT Button এ ক্লিক করুন ।
adsense
আর নীচের মতো করে সিলেক্ট করুন ।
আর টিক দিন “Show Ads Between Posts” ।
কিভাবে অ্যাডসেন্স কোড Convert করতে হয় ?
আপনি এই টুল ব্যবহার করে অ্যাড সেন্সে কোড Convert  করতে পারেন ।
এখন আমরা আমাদের এই অ্যাড সেন্সে কোড আমাদের পোস্ট এর ভিতর ব্যবহার করব যাতে এটাকে অ্যাড বলে মনে না হয় আর দেখলে যেন মনে হয় এটা ও আর্টিকেল এর একটা পার্ট । নীচের এই কোড খুঁজে বেরকরুন আপনার ব্লগের template থেকে । এটা করতে আপনি ব্লগের Back End এ যান আর Edit Html এ ক্লিক করুন, Expend Widget এ টিক দিন । Ctrl+F চাপুন আর নীচের কোড টি বসিয়ে সার্চ করুন ।
<div class='post-body'>
<p><data:post.body/></p>
<div style='clear: both;'/> <!-- clear for photos floats -->
</div>
আপনি যদি আপনার পোস্ট Title আর পোস্ট বডি এর মাঝে অ্যাড সেন্সে অ্যাড বসাতে চান তবে উপরের কোড এর আগে নীচের কোড টি বসান । আর যদি প্রতিটি পোস্ট এর পর অ্যাড দেখতে চান তবে উপরের কোড এর পর নীচের কোড টি কপি করে বসিয়ে এর মাঝে অ্যাড সেন্সে কোড বসান ।
<div style='float:left;'>
 (এই খানে আপনার পাওয়া অ্যাড সেন্সে কোড বসান)
</div>
নীচের ছবির মতো যদি আর্টিকেল এর মাঝে কি আপনার অ্যাড বসাতে চান?
তবে কমলা রঙ এর  (
<div class='post-body'>
<p><data:post.body/></p>
<div style='clear: both;'/> <!-- clear for photos floats -->
</div>)
কোড এর আগে নীচের এই কোড বসান
<div class='post-header-line-1'/>
<div style='float:left;'>
AdSense Code
</div>
<div class='post-body'>
<p><data:post.body/></p>
<div style='clear: both;'/> <!-- clear for photos floats -->
</div>

আর যদি ডান পাশে বসান তবে নীচের কোড ইনপুট করুন
<div class='post-header-line-1'/><div style='float:right;'>
AdSense Code
</div>
<div class='post-body'>
<p><data:post.body/></p>
<div style='clear: both;'/> <!-- clear for photos floats -->
</div>
এই ধরনের অ্যাড এ বেশী ক্লিক পড়ে । রিডার অ্যাড কে আর্টিকেল ভেবে ক্লিক করে ।

ইন্টানেট বিল চালানোর মত ওয়েবসাইট shareyt 

আজকে যে সাইট সম্পর্কে আপনাদের বলব সেটা কোনো পিটিসি সাইন নয় এ সাইট থেকে যে আহামরি কোনো ইনকাম পাবেন তাও নয়  ।খুব সামান্যই পাবেন তবে কাজ বেশী করলে বেশী পাবেন সেটা আপনার উপর নির্ভরশীল । তবে যে ইন্টারনেট বিল চালানোর মত টাকা দিবে এটা মোটামুটি সিওর তাও আপনার উপর নির্ভরশী ।
কাজের ধরন :
  1. ফেসবুক লাইক প্রতি লাইক ৮/৯-২পয়েন্ট
  2. টুইটার
  3. ইউটিউব
  4. সহ সব সোস্যাল সাইট
১৪৮০ পয়েন্ট হলে আপনি ১ ডলার পাবেন । সবচেয়ে আকর্শনীয় হল পেমেন্ট পদ্ধতি বিকাশ/লোড সহ পেজা(এলার্টপে) ও পেপাল এ অর্থউত্তলন করা যায় ।
সতর্কতাঃ প্রতি আইপি থেকে একটি করে একাউন্ট খোলা যায় । বাংলাদেশের যে আইপির অবস্থা তাতে হয়তবা আপনাকেই একাউন্ট খুলতে হাইড আইপি ব্যবহার করতে হতে পারে
রেজিস্টেশন সাধারন নিয়মেই হয় । ইমেইল ভেরিফিকেশন করতে হবে কিছু স্কীন সর্ট দিলাম।
 





 এবার আয় হবেই ।আয় করুন গ্রীণ রেড দিয়ে ।এডসেন্সের ছোট্ট বিকল্প ।

আমরা অনেকেই গুগল এডসেন্সের কথা জানি ।কিন্তু এটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি বাংলা সাইটে ব্যবহার করা যায়না ।
আমরা অনেকেই ইংরেজীতে তেমন দক্ষ নয় ।কিন্তু বাংলায় মোটামুটি টিউন লিখতে পারি ।তাহলে চলুন একটি ব্যক্তিগত ব্লগ বানিয়ে আয় শুরু করি ।
যা দরকারঃ
* একটি বাংলা ওয়েবসাইট
* মোটামুটি পপুলারিটি
ভাল পোস্ট ও শেয়ারিং করলে বেশি দিন লাগবেনা ।
* একটি পেইড ডোমেইন ।
আপাতত সাবডোমেইন নিয়েও কাজ চালাতে পারেন ।
কিভাবে আয় করবেন ?
চলুন জানা শুরু করি ।
প্রথম ধাপঃ রেজিষ্টার
* এড ক্লোজ করে প্রবেশ করুন
* Register করুন ।
* যা তথ্য চাইবে সেগুলো যথাযথ ভাবে পুরন করে রেজিষ্টার কম্প্লিট করুন ।
* ইমেইলের কনফার্মমেশন মেইল থেকে গিয়ে কনফার্ম করুন ।
এড কোড যেভাবে পাবেনঃ
* রেজিষ্ট্রেশন শেষ হলে লগইন করুন
* Add Your Website অপশনে ক্লিক করুন
* আপনার ওয়েবসাইটের তথ্য দিয়ে ফরমটি ফিলআপ করুন ।
* সাবমিট করুন ।
কয়েকটা দিন অপেক্ষা করুন ।প্রতিদিন Manage Your Website অপশনে গিয়ে দেখবেন যে আপনার এড আবেদন এপ্রোভ হয়েছে কিনা ।
আশা করি ২থেকে ৩দিনের মধ্যে এপ্রোভ হয় যাবে ।
যেভাবে এড কোড বসাবেনঃ
আপনাকে প্রথমে একটা বড় জাভাস্ক্রিপ্ট কোড দেবে ।আপনি কোডটি আপনার সাইটের ট্যাগটির ঠিক উপরে বসিয়ে দিবেন ।ওয়ার্ডপ্রেস ব্লগে এটি footer.php ফাইলে পাবেন ।
এবার
এরকম এডপ্লেস কোড পাবেন ।ঐটা আপনার সাইটের যেখানে বিজ্ঞাপন সো করাতে চান ,সেখানে বসিয়ে দিন ।
আশা করি বুঝতে পেরেছেন ।না পারলে আমাকে বলবেন ।
আল্লাহ হাফেজ ।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন