সবাইকে সালাম ও শুভেচ্ছা।শুক্রবার জুম্মা সহ ছুটির দিন আর তাই ভালো আছেন সবাই এ প্রত্যাশা করতেই পারি কি বলেন?যাইহোক বরারবরের মত আজও প্রয়োজনীয় একটি সফটওয়্যার আপনাদের প্রয়োজনে হাজির করলাম। যারা wifi ব্যবহার করেন শুধু তাদের জন্য।আশা করছি সফট ওয়্যারটির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।আসুন কাজ শুরু করি।
WHO IS ON MY WIFI
দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার আজ যেন অন্ন,বস্ত্র,পানির মতই নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিনত হয়ে গেছে।কাউকে যদি বলা যায় একদিন না খেয়ে থাকবে নাকি একদিন ইন্টারনেট ব্যবহার না করে থাকবে সেটা নির্ধারন করো।আমার মনে হয় সে একদিন না খেয়ে থাকার সিদ্ধান্তটাকেই মেনে নেবে।আসলেই ইন্টারনেট আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেছে।তো এই ইন্টারনেট কেউ মোবাইলে , কেউ বাসাবাড়িতে কিংবা অফিসে ব্র্ডব্র্যান্ড লাইনে wireless মডেমের মাধ্যমে ব্যবহার করেন।সেখানে থাকে wifi সুবিধা।ইন্টারনেট সরাসরি তারের মাধ্যমে ফিক্সড কম্পিউটারে লাগালেও বাসার অন্যান্য সদস্যরা মোবাইলে কিংবা ল্যাপটপে wifi এর মাধ্যমে ইন্টারনেট চালিয়ে থাকেন।এখন প্রশ্ন হলো আপনার পরিবারের সদস্য ছাড়াও অবৈধভাবে wifi এর মাধ্যমে অন্য কেউ সে লাইন চালাচ্ছে কিনা তা বুঝবেন কি করে?
ভাবছেন চিন্তা কি আমার ওয়াইফাই পাসওয়ার্ড প্রটেক্টেড।কারো শক্তি নেই সে পাসওয়ার্ড ভাঙ্গার।আর পাসওয়ার্ড আমি রেখে দিয়েছি বাংলাদেশ ব্যাঙ্কের লকারে যেখান থেকে কেউ কোনদিন হাতিয়ে নিতে পারবে না।হা হা হা আপনি হাসালেন।আপ নি কি জানেন বিভিন্ন হ্যাকিং টুল ব্যবহার করে হ্যাকাররা সে পাসওয়ার্ড খুব সহজেই পেয়ে যেতে পারে? এসব হ্যাকিং সফটওয়্যার নিয়ে আমাদের এই টেকটিউনসেও বিস্তর টিউন হয়েছে যা একটু সার্চ করলেই পেয়ে যাবেন।
যাইহোক হ্যাকাররা বিভিন্ন উপায়ে আপনার wifi পাসওয়ার্ড হ্যাক করতে পারে এটা সত্য।আমার এই টিউনের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো কিংবা হ্যাকিং থেকে রক্ষা করার জন্য না।আমার এই টিউনের উদ্দেশ্য আপনার wifi অন্যকেউ ব্যবহার করছে কি না সেটা ধরিয়ে দেয়া।আসুন জানি কিভাবে।
WHO IS ON MY WIFI তেমনই একটি সফটওয়্যার যা আপনার wifi অনাকাংখীত কোন ব্যক্তি ব্যবহার করছে কি না তা শনাক্ত করে দেবে তার IP সহ।
উপরের ছবিটি আমার wifi লাইন সার্চ করা।এখানে আমাকে দেখাচ্ছে তিনটি লাইন ব্যবহার হচ্ছে ইন্টারনেট থেকে।সেখানে আমাকে জানিয়ে দিয়েছে ব্যবহারকারির mac address এবং ip address . এগুলো আমার ২ টি কম্পিউটার সহ মোবাইলের mac এবং ip address . এখানে আমাকে আরো জানাচ্ছে যে আমার একটা কম্পিউটার অনলাইনে আছে আর বাকি দু'টো অফ লাইনে।আমিনিশ্চিত হয়েছি অপরিচিত কেউ আমার লাইন ব্যবহার করছে না।
অনুরুপ ভাবে আপনিও সার্চ করে দেখতে পারেন আপনার ইন্টারনেট লাইন wifi এর মাধ্যমে অপরিচিত কেউ ব্যবহার করছে কি না ।
চমৎকার এই গোয়েন্দা সফটওয়্যারটির সাইজ আপনার ধারনার চেয়েও অনেক কম।মাত্র ২ মেগাবাইট।যারা ডাউনলোডে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন নীচে থেকে।
ইন্সটল করুন ছোট্ট সফটওয়্যারটি।এবার ডেস্কটপ থেকে রান করুন।সফটওয়্যারটি খুললে একপাশে দেখবেন রেজিষ্ট্রেশনের ঘর।এবার কি'কি জেনটি খুলুন এবং নাম্বার সিয়ে কপি/পেষ্ট করে ফুল ভার্সন করুন।ছবি দেখুন
আপনাদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার কামনা করছি।সবার জন্য ইন্টারনেট হোক শিক্ষনীয়।আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।
আমি যে শহরে থাকি সে শহরের কিছু কিছু এলাকা পৌরসভা কর্তৃক ফ্রী ওয়াইফাই জোন ঘোষনা করা হয়েছে পৌর নাগরীকদের সুবিদার্থে।যাতে মানুষ ঘুরতে বেড়িয়ে ল্যাপটপ বা মোবাইলে ইন্টারনেটে ভ্রমন করতে পারে।সবখানে নয়,কিছু কিছু জায়গায়।এছাড়া কিছু ক্যাফে বার কিংবা রেষ্টুরেন্টএও এসব সুবিধা পাওয়া যায় কাষ্টমারদের সেবার লক্ষ্য নিয়ে।ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশেও এ সব সুবিধা চালু হবে।হয় তো একটু দেরী কিন্তু হবে।আমরা বুক ভরা আশা নিয়ে বেঁচে থাকতে চাই।
সবার জন্য শুভ কামনা রেখে বিদায় নিচ্ছি।ভালো থাকবেন সকলেই ||| আল্লাহ হাফেজ |||
Nice Post Visit Bangla Technology Site Here
উত্তরমুছুনHow to get to The Star Gold Coast with a $10,000 credit card
উত্তরমুছুনThere are 아산 출장샵 two 진주 출장샵 options at The Star Gold Coast 출장안마 including a $10,000 Credit Card. Credit cards with 공주 출장안마 a $10,000 credit card 공주 출장안마 is also available on the Gold Coast