শুক্রবার, ৬ জুলাই, ২০১২

pinterest.com সাইটটি থেকে আয় এর সুযোগ, কিভাবে করবেন, কত আয়, কাজ কোথায় পাবেন ?

আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটি সাইট থেকে আয় করার বিস্তারিত কিছু প্যচাল...
আর আমাদের আগের পোষ্ট গুলো জানতে চোখ রাখুন ঃ http://www.techtunes.com.bd/tuner/odataentry.com

online data entry jobs for bangladesh
pinterest.com সাইটটির পরিচয় ?

সাইটি অনেকের কাছে নতুন লাগলেও যারা অনলাইন মার্কেটিং এর কাজ করেন তাদের জন্যে একটি অসাধারন সাইট, এর বয়স খুব বেশি না হলেও যুগের সাথে চাহিদা পুরন করতে দারুন প্রতিভা দেখিয়েছে, মুলত ছবি বা ইমেজ নিয়ে এর কারবার, বিভিন্ন পপুলার সোশাল নেটওয়ার্কিং সাইট গুলো থেকে অনলাইন মার্কেটিং এর সাথে জড়িত ছবি গুলো এখানে বেশি দেখা যায়। এখানে পোষ্ট গুলোকে পিন বলা হয়, এবং শেয়ার করাকে রিপিন বলে
data entry jobs for bangladesh
এই সাইটি সারা বিশ্বে ৩৮ তম জনপ্রিয় এবং USA তে ১৬ তম জনপ্রিয়, প্রতিদিন লক্ষ ব্যবহার কারী তাদের নিজের প্রচারনা, এবং মার্কেটিং এর কাজে ব্যবহার করে নিজের ব্রান্ডকে প্রসার করছেন,
কিভাবে এই সাইট থেকে আয় করা যায় ?

আপনারা নিশ্চয় জানেন Facebook, twitter সাইট থেকে অনেকেই আয় করছেন ঠিক একই ভাবে এই সাইট থেকেও আয় ভাল ভাবেই সম্ভব
Like করেঃ  প্রতিটি পিন এর নিচে ফেইসবুক লাইক এর মত পিন লাইক করার বাটন আছে, বায়ারগন তাদের নির্দিষ্ট পিন গুলোতে একটা নির্দিষ্ট লাইক চায় এবং বিভিন্ন একাউন্ট ব্যবহার করে সেই পিন গুলোতে লাইক করতে হয়
comments করেঃ   একই ভাবে পিন গুলোতে কমেন্ট করেও কাজ করা যায়, তবে অবশ্যই মান সম্মত কমেন্ট হতে হবে,
Repins করেঃ  repins হচ্ছে শেয়ার করার মত, আপনার একাউন্টে বায়ারের পিন পুনরায় পিন করে
একাউন্ট  তৈরী  করেঃ  অনেকেই এই সাইটিতে একাউন্ট তৈরী করে নেয় এখানে প্রতি হাজার একাউন্ট এর জন্যে পেমেন্ট করা হয়।

পিন এর জন্যে  ইমেজ তৈরি করেঃ 
সাইটটি যেহেতু ছবি বা ইমেজ নিয়ে কারবার তাই প্রতিটি পিন এর জন্যে একটা করা ইমেজ লাগে, অনেক সময় বিভিন্ন ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কালার পরিবর্তন, ইত্যাদি।
dataentry_jobs_bangladeshpart time job bangladeshstudent job for bangladesh
সোশাল নেটওয়ার্কিং সাইট গুলোর কদর দিন দিন বেড়ে চলেছে কেন ?

মুল কথা যুগের চাহিদা, এবং সবার সাথে যোগাযোগ রাখার উত্তম মাধ্যম হিসেবে এক অনন্য এই সোশাল নেটওর্য়াকিং সাইট, তাছাড়া বিখ্যাত, সেলিব্রেটি, আদর্শ মানুষ গুলোকে খুব কাছ থেকে জানার আগ্রহ থেকে প্রচুর মানুষের মনের মধ্যে এক তুড়িতে স্থান করে নিয়েছে এই সাইট গুলো।
এছাড়াও ওয়েব সাইট গুলোর ভিসিটর পাওয়ার অন্যতম মাধ্যম সার্চ ইঞ্জিন গুলো তে প্রচুর প্রতিযোগিতা(SEO) এর কারনে কাংখিত ভিসিটর না পাওয়া একটি অন্যতম কারন
online jobs for bangladeshfb like jobs bangladesh
আপনি কিভাবে শুরু করবেন ?

প্রথমেই একটু কষ্ট করে ১০-১০০ টা একাউন্ট তৈরী করে ফলোয়ার সংখ্যা বাড়িয়ে নিন, এবং কয়েকদিন নিয়মিত পিন/পোষ্ট  দিন,
কত আয় হয় ?

কাজের প্রজনীয়তা, অভিজ্ঞতা, ইত্যাদি ভেদে বিভিন্ন সময় বিভিন্ন রেট  এর কাজ পাওয়া যায়, তারপরও প্রতি পিন/পোষ্ট,রিপিন, এবং ফলোয়ারের জন্যে নুন্যতম ২-৩ টাকা থেকে শুরু করে  প্রতি হাজার পিন লাইক, কমেন্ট, রিপিন এর জন্যে ১০০০-৩০০০  টাকা পর্যন্ত পাওয়া যায়, এবং দীর্ঘ সময়ের বড় কাজ এর ক্ষেত্রে রেটটা বায়ারের সাথে আলোচনা সাপেক্ষ হয়।
কাজ কোথায় পাবেন ?

এক কথায় ফ্রীল্যান্স মার্কেটে প্লেস গুলতে চলে যান.  আর একটূ কষ্ট করে খুজতে থাকুন, আপনার ১০০ একাউণ্ট এবং  pinterest.com এর আগ্রহের কথা বায়ার যে জানান, পুর্ব অভজ্ঞতা থাকলেও জানাতে ভয় পাবেন না.
oDesk.com, freelancer.com, elance.com
 তাহলে আপনার সফলতার অপেক্ষায় আমরা থাকলাম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন