এটা শুধুমাত্র তাদের জন্যই যারা কাজ বলতে মনে করে শুধু বিভিন্ন সাইটের
এডে ক্লিক করে টাকা আয়ের আজগুবি চিন্তাকে এবং বিভিন্ন MLM সংক্রান্ত ফালতু
টাইম নষ্ট করাকে। তাদেরকেই বলছি, দুনিয়াটা এত সহজ নয়। মাথাটা খাটান, PTC
করে যদি সত্যিই বড়লোক হওয়া যেত তাহলে বিল গেটস এত কষ্ট না করে সে ই সবার
আগে এটাতে লেগে থাকত খাটাখাটুনি না করে বড় লোক হওয়ার জন্য।
যাহোক, ইতোমধ্যে নিশ্চয়ই সবাই দেখেছেন এবং দেখেছেন বিভিন্ন MLM প্রতিষ্ঠান এবং PTC সাইটগুলোর ব্যবস্থা নেয়া হয়েছে এবং হচ্ছে। এখন এই কারণে এসব পিটিসিতে কাজ করা অসংখ্য কর্মীরা পড়েছে হতাশায়। তাদের ধারণা, "হায় হায় এখন কি করব। আমার কাজ করার শখের সাইটখান তো বন্ধ হয়ে যাচ্ছে।" কিন্তু পরক্ষনেরি তাদের মাথায় আবার আরেক চিন্তা আসে এমন -ও, শুনসি, ওডেস্ক, ফ্রিল্যান্সারে ও নাকি এভাবে অনলাইনে টামা কামানো যায়। যাই একবার চেষ্টা করি , আমার আর চিন্তা কি আমার তো কাজের অভিজ্ঞতা আছে , বিভিন্ন এডে ক্লিক করার একবছরের অভিজ্ঞতা , কাজ না পেয়ে যাব কোথায়। শুনেন ভাই, কথায় ভালোভাবে কান দিয়ে শুনে নিন, ওডেস্কের কাজ মানে এসব ptc মার্কা অকাজ না, আর ওগুলাতো কাজের মধ্যেই পড়ে না, সুতরাং এসব অকাজ Odesk এ পাওয়ার চিন্তা না করাই ভালো। এখানে কি করা হয়, কয় ধরনের কি কি কাজ আছে , কাজ বলতে কি বুঝায় তা ওই সাইটে একবার কষ্ট করে ঢু মারলেই বুঝতে পারবেন, বেশীক্ষন লাগবে না বুঝতে , বড়জোর পাঁচ মিনিট(আসলে ৫মিনিটও লাগার কথা না)। এবার এসব কাজ দেখার পরে মিলিয়ে দেখুন এগুলার মধ্যে আপনি কি পারেন, যদি আপনি এডক্লিকার হয়ে থাকেন তাহলে এসব কাজ পারার কথা না, আর যদি না ই পারেন তাহলে কেন ওডেস্কে সাইট খুলে কাজে বিড করেন না বুঝে!!! আপনি কি জানেন এখানে প্রতিটা কাজই শেষ হওয়ার পরে রিভিউ দেয়া হয় অর্থাৎ আপনি যে লোকের কাজটাতে বিড করছেন , সে যদি আপনাকে কাজ দেয় তবে কাজ শেষে বা কাজের জন্য বরাদ্দকৃত সময় শেষে সে আপনাকে রেটিং দিবে এবং আপনার ব্যাপারে কমেন্ট করবে যে, আপনি কি কাজ পারেন কিনা, কেমন পারেন নাকি কিছুই পারেন না এব্যপারে। এবং এ রেটিং ও কমেন্ট যদি নেগেটিভ হয় অর্থাত, যদি কাজটার মালিক কমেন্টে লিখে দেয় যে, আপনি কাজ পারেন না, শুধু শুধু টাইম নষ্ট করেন হেনতেন, তাইলে ভবিষ্যতে কাজ পাওয়াটা একেবারেই অসম্ভব হয়ে যাবে। কারণ পরবর্তী অন্য কোন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে যাবে সে এই কমেন্টটা দেখবে যা আগের ক্লায়েন্ট আপনাকে দিয়েছিল। এধরনের কমেন্ট দেখে সে আপনাকে তো কাজ দেবেই না, উলটা আপনার দেশ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কেও একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবে যে, এই দেশের লোকগুলা সবাই বোধ হয় ভন্ড। তখন দেখা যাবে একসময় বাংলাদেশের যে কারোরজন্যই কাজ পাওয়া কঠিন হয়ে যাবে এরকম নেগেটিভ ধারণার জন্য। আপনি হয়তো বলবেন, আরে আমার একার জন্য আর এমন কি ইমেজ নষ্ট হবে দেশের ? কিন্তু ভাই বুঝার ভুলটা তো এখানেই, আপনি কি জানেন না, বাঙ্গালীদের "হুজুগে " বলে একটা বৈশিষ্ট আছে অর্থাৎ ," অন্যরা যেদিকে যায় , আমিও সেই দিকে যাই কিছু না বুঝে " - এই টাইপ।আপনি কি জানেন , আপনি মত কত এডক্লিকার আছে এই দেশে? অ...নে...ক। এখন আপনি যেমন টাকা কামানো ধান্দা করসেন ওডেস্ক থেকে, আপনার মত তাদেরও তো চিন্তাভাবনা একই, কারণ তারাও যে আপনার মত এডে ক্লিক করা ছাড়া কিছু পারে না, আর পারতেও চায় না, তারাও আপনার মত এডে ক্লিক করাকেই কাজ মনে করে এবং ওডেস্ককেই মনে করেন এসব কাজের উৎকৃষ্ট স্থান। তো এরকম হাজার হাজার লোক যখন আপনাদের নেগেটিভ কমেন্ট আর রেটিং পায় ওডেস্ক থেকে কোনো কাজ না পারার কারণে, এবং দেখা যায় যে এর সবাই বাংলাদেশের, তখন তো ক্লায়েন্ট রা ধরে নেবেই, "বাংলাদেশ মানেই ভন্ডের দল, অকাজের ঢেকির দল"। আমরা যেমন এখন মনে করি-- বাংলাদেশে অমুক জায়গার লোক মানেই ধান্দাবাজ,অমুক জায়গার লোক মানেই খুব ভদ্র, অনেকটা এরকম।( অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি , মানুষের ভালো খারাপ হওয়াটা স্থান নির্ভর নয়, সেটা অন্য প্রসংগ) একসময় দেখা যাবে বাংলাদেশ কন্ট্রাক্টরদের তারা কাজ দিচ্ছে না, অসম্ভব কিছু না, ইতোমধ্যে এমনটা হওয়া শুরু করেছে, অনেক ক্লায়েন্ট আগেই লিখে দেয়, অমুক অমুক দেশ এপ্লাই করবেন ন।
তাহলে কি করবেন?
সুতরাং, ভাই আশা করব, আপনারা এমন হুজুগে মার্কা কাজ না করে অর্থাৎ, কোনো কিছু না বুঝে শুধু এড ক্লিকানোর জন্য বা কোনো কাজ না করে টাকা কামানোর মত মানসিকতা নিয়ে ওডেস্কের কথা চিন্তা করবেন না, ওডেস্ক আপনাদের এসব অকাজের কাজের জন্য না। এখানে যেসব কাজ আছে সবগুলাইকরার আগে সে কাজ সম্পর্কে জানতে হয় , শিখতে হয়।এখন হয়তো বলবেন , শেখার এত টাইম কোথায়, কাজ আমার খুব তাড়াতাড়িই দরকার--- এগুলা আসলে অজুহাত ছাড়া কিছু নয়। আপনার যদি টাইম না ই থাকে যদি এমন হয় যে, এখন ইনকাম না করতে পারলে আপনি মরে যাবেন , তাহলে মাসের পরে মাস এড ক্লিকিং করার টাইম কোত্থেকে পেলেন, ঐ এডে ক্লিক করে যখন কিছুই করতে পারেন নাই, তখন কি আপনার দিন চলে নাই ? তখন যদি সময় থাকে তাহলে কাজ শিখলেন না কেন? যা হোক, অতীত is অতীত। এখন থেকে অন্তত একটা মাস ট্রাই করুন কোনো কিছু শিখতে, এক মাস যথেষ্ট , যদি কোনো কিছু শেখার আসলেই ইচ্ছা থাকে তাহলে এক মাসেই পারবেন। তারপরে কাজে নামুন আয় করতে।
কাজ করার অনেক ক্ষেত্র আছে , এসব কাজে নিজেকে আগে দক্ষ করে তুলুন ,এক সময় আপনার নিজেরই ভালো লাগবে --"আরে, আমি আসলেই এটাতে অভিজ্ঞ, বাহ!!!! " প্রতিটা কাজে অভিজ্ঞ ব্যক্তি একেক জন শিল্পী আর তাঁর কাজ হল শিল্প। নিজেকে শিল্পী আর নিজের কাজকে শিল্প ভাবতে খারাপ লাগার কথা না।
আর সব কথার শেষ কথা হল
পৃথিবীতে এমন কোনো কাজ নেই বা এমন কোনো আয়ের উৎস যার জন্য সামান্যতম কষ্টও করার দরকার হয় না।
যাহোক, ইতোমধ্যে নিশ্চয়ই সবাই দেখেছেন এবং দেখেছেন বিভিন্ন MLM প্রতিষ্ঠান এবং PTC সাইটগুলোর ব্যবস্থা নেয়া হয়েছে এবং হচ্ছে। এখন এই কারণে এসব পিটিসিতে কাজ করা অসংখ্য কর্মীরা পড়েছে হতাশায়। তাদের ধারণা, "হায় হায় এখন কি করব। আমার কাজ করার শখের সাইটখান তো বন্ধ হয়ে যাচ্ছে।" কিন্তু পরক্ষনেরি তাদের মাথায় আবার আরেক চিন্তা আসে এমন -ও, শুনসি, ওডেস্ক, ফ্রিল্যান্সারে ও নাকি এভাবে অনলাইনে টামা কামানো যায়। যাই একবার চেষ্টা করি , আমার আর চিন্তা কি আমার তো কাজের অভিজ্ঞতা আছে , বিভিন্ন এডে ক্লিক করার একবছরের অভিজ্ঞতা , কাজ না পেয়ে যাব কোথায়। শুনেন ভাই, কথায় ভালোভাবে কান দিয়ে শুনে নিন, ওডেস্কের কাজ মানে এসব ptc মার্কা অকাজ না, আর ওগুলাতো কাজের মধ্যেই পড়ে না, সুতরাং এসব অকাজ Odesk এ পাওয়ার চিন্তা না করাই ভালো। এখানে কি করা হয়, কয় ধরনের কি কি কাজ আছে , কাজ বলতে কি বুঝায় তা ওই সাইটে একবার কষ্ট করে ঢু মারলেই বুঝতে পারবেন, বেশীক্ষন লাগবে না বুঝতে , বড়জোর পাঁচ মিনিট(আসলে ৫মিনিটও লাগার কথা না)। এবার এসব কাজ দেখার পরে মিলিয়ে দেখুন এগুলার মধ্যে আপনি কি পারেন, যদি আপনি এডক্লিকার হয়ে থাকেন তাহলে এসব কাজ পারার কথা না, আর যদি না ই পারেন তাহলে কেন ওডেস্কে সাইট খুলে কাজে বিড করেন না বুঝে!!! আপনি কি জানেন এখানে প্রতিটা কাজই শেষ হওয়ার পরে রিভিউ দেয়া হয় অর্থাৎ আপনি যে লোকের কাজটাতে বিড করছেন , সে যদি আপনাকে কাজ দেয় তবে কাজ শেষে বা কাজের জন্য বরাদ্দকৃত সময় শেষে সে আপনাকে রেটিং দিবে এবং আপনার ব্যাপারে কমেন্ট করবে যে, আপনি কি কাজ পারেন কিনা, কেমন পারেন নাকি কিছুই পারেন না এব্যপারে। এবং এ রেটিং ও কমেন্ট যদি নেগেটিভ হয় অর্থাত, যদি কাজটার মালিক কমেন্টে লিখে দেয় যে, আপনি কাজ পারেন না, শুধু শুধু টাইম নষ্ট করেন হেনতেন, তাইলে ভবিষ্যতে কাজ পাওয়াটা একেবারেই অসম্ভব হয়ে যাবে। কারণ পরবর্তী অন্য কোন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে যাবে সে এই কমেন্টটা দেখবে যা আগের ক্লায়েন্ট আপনাকে দিয়েছিল। এধরনের কমেন্ট দেখে সে আপনাকে তো কাজ দেবেই না, উলটা আপনার দেশ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কেও একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবে যে, এই দেশের লোকগুলা সবাই বোধ হয় ভন্ড। তখন দেখা যাবে একসময় বাংলাদেশের যে কারোরজন্যই কাজ পাওয়া কঠিন হয়ে যাবে এরকম নেগেটিভ ধারণার জন্য। আপনি হয়তো বলবেন, আরে আমার একার জন্য আর এমন কি ইমেজ নষ্ট হবে দেশের ? কিন্তু ভাই বুঝার ভুলটা তো এখানেই, আপনি কি জানেন না, বাঙ্গালীদের "হুজুগে " বলে একটা বৈশিষ্ট আছে অর্থাৎ ," অন্যরা যেদিকে যায় , আমিও সেই দিকে যাই কিছু না বুঝে " - এই টাইপ।আপনি কি জানেন , আপনি মত কত এডক্লিকার আছে এই দেশে? অ...নে...ক। এখন আপনি যেমন টাকা কামানো ধান্দা করসেন ওডেস্ক থেকে, আপনার মত তাদেরও তো চিন্তাভাবনা একই, কারণ তারাও যে আপনার মত এডে ক্লিক করা ছাড়া কিছু পারে না, আর পারতেও চায় না, তারাও আপনার মত এডে ক্লিক করাকেই কাজ মনে করে এবং ওডেস্ককেই মনে করেন এসব কাজের উৎকৃষ্ট স্থান। তো এরকম হাজার হাজার লোক যখন আপনাদের নেগেটিভ কমেন্ট আর রেটিং পায় ওডেস্ক থেকে কোনো কাজ না পারার কারণে, এবং দেখা যায় যে এর সবাই বাংলাদেশের, তখন তো ক্লায়েন্ট রা ধরে নেবেই, "বাংলাদেশ মানেই ভন্ডের দল, অকাজের ঢেকির দল"। আমরা যেমন এখন মনে করি-- বাংলাদেশে অমুক জায়গার লোক মানেই ধান্দাবাজ,অমুক জায়গার লোক মানেই খুব ভদ্র, অনেকটা এরকম।( অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি , মানুষের ভালো খারাপ হওয়াটা স্থান নির্ভর নয়, সেটা অন্য প্রসংগ) একসময় দেখা যাবে বাংলাদেশ কন্ট্রাক্টরদের তারা কাজ দিচ্ছে না, অসম্ভব কিছু না, ইতোমধ্যে এমনটা হওয়া শুরু করেছে, অনেক ক্লায়েন্ট আগেই লিখে দেয়, অমুক অমুক দেশ এপ্লাই করবেন ন।
তাহলে কি করবেন?
সুতরাং, ভাই আশা করব, আপনারা এমন হুজুগে মার্কা কাজ না করে অর্থাৎ, কোনো কিছু না বুঝে শুধু এড ক্লিকানোর জন্য বা কোনো কাজ না করে টাকা কামানোর মত মানসিকতা নিয়ে ওডেস্কের কথা চিন্তা করবেন না, ওডেস্ক আপনাদের এসব অকাজের কাজের জন্য না। এখানে যেসব কাজ আছে সবগুলাইকরার আগে সে কাজ সম্পর্কে জানতে হয় , শিখতে হয়।এখন হয়তো বলবেন , শেখার এত টাইম কোথায়, কাজ আমার খুব তাড়াতাড়িই দরকার--- এগুলা আসলে অজুহাত ছাড়া কিছু নয়। আপনার যদি টাইম না ই থাকে যদি এমন হয় যে, এখন ইনকাম না করতে পারলে আপনি মরে যাবেন , তাহলে মাসের পরে মাস এড ক্লিকিং করার টাইম কোত্থেকে পেলেন, ঐ এডে ক্লিক করে যখন কিছুই করতে পারেন নাই, তখন কি আপনার দিন চলে নাই ? তখন যদি সময় থাকে তাহলে কাজ শিখলেন না কেন? যা হোক, অতীত is অতীত। এখন থেকে অন্তত একটা মাস ট্রাই করুন কোনো কিছু শিখতে, এক মাস যথেষ্ট , যদি কোনো কিছু শেখার আসলেই ইচ্ছা থাকে তাহলে এক মাসেই পারবেন। তারপরে কাজে নামুন আয় করতে।
কাজ করার অনেক ক্ষেত্র আছে , এসব কাজে নিজেকে আগে দক্ষ করে তুলুন ,এক সময় আপনার নিজেরই ভালো লাগবে --"আরে, আমি আসলেই এটাতে অভিজ্ঞ, বাহ!!!! " প্রতিটা কাজে অভিজ্ঞ ব্যক্তি একেক জন শিল্পী আর তাঁর কাজ হল শিল্প। নিজেকে শিল্পী আর নিজের কাজকে শিল্প ভাবতে খারাপ লাগার কথা না।
আর সব কথার শেষ কথা হল
পৃথিবীতে এমন কোনো কাজ নেই বা এমন কোনো আয়ের উৎস যার জন্য সামান্যতম কষ্টও করার দরকার হয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন