সহজ উপায়ে বিনামূল্যে তৈরী করুন ব্যাক্তিগত ব্লগ সাইট । (নতুনদের জন্য)
প্রায় ব্লগারেরই ব্যাক্তিগত ব্লগ সাইট থেকে থাকে। কেউ হয়তো টাকা খরচ করে
ব্লগ সাইট তৈরী করে আবার অনেকেই বিনামূল্যে সাইট করে বিভিন্ন ব্লগে পেষ্ট
করা নিজের পোষ্ট গুলোর আর্কাইভ করে রাখেন। তবে আপনার কি কোন ব্যাক্তিগত
ব্লগ সাইট আছে?না থাকলে এক্ষুণি ফ্রীতে একটি ব্লগ সাইট তৈরী করে নিন।
কীভাবে করবেন?
হুম। কীভাবে সাইট তৈরী করবেন তার বর্ণনা দিচ্ছি।
*আপনি আপনার ফ্রী ব্লগ সাইটটি তৈরী করবেন গুগল এর অন্যতম একটি প্রতিষ্ঠান ব্লগস্পট/ব্লগার.কম এর অধীনে। কারণ, এখানে আপনি ফ্রী হোস্টিং,উন্নত পোষ্টিং,এসইও,কাস্টম ডিজাইন,লাইফ টাইম সাপোর্ট সহ টাকা উপার্জনের উন্নত সুবিধা পাবেন।
*ফ্রী ব্লগ সাইট তৈরী করতে হলে গুগলে আপনার একাউন্ট থাকতে হবে।
*আপনার ফ্রী সাইটটি তৈরী করতে www.blogger.com এ প্রবেশ করুন।
সেখানে আপনি নিচে দেয়া দুটি চিত্রের মধ্যে যে কোন একটির মতো একটি পেইজ দেখতে পাবেন।
*আপনার গুগল ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইনইন করে নিন।
*গুগলে যদি একাউন্ট না থেকে থাকে তাহলে "সাইন আপ করুন" কিংবা "Sign Up" এ ক্লিক করে একটি একাউন্ট তৈরী করে নিন।
*একাউন্ট তৈরীর ক্ষেত্রে গুগল আপনাকে যে সব নির্দেশ প্রদান করবে সেইসব নির্দেশ গুলো যথাযথ অনুসরণ করুন।
(গুগল প্লাস এর জন্য একাউন্ট সাজাতে বললে সাজিয়ে নিন।)
*আপনার সাইন আপ করা হয়ে গেলে কিংবা সাইনইন করা হলে আপনি নিচের দেয়া দুটি চিত্রের মধ্য থেকে যে কোন একটির মতো একটি পেইজ দেখতে পাবেন।
*অতঃপর আপনি আপনার একটি ড্যাশবোর্ড পাবেন।
*ড্যাশ বোর্ড পেইজের উপরের বাম দিকে "নতুন ব্লগ" কিংবা "New Blog" এ ক্লিক করুন।
*তারপর যে পেইজটি আসবে সেখানে আপনার ব্লগের "টাইটেল" অতঃপর যাচাইপ্রাপ্ত "এড্রেস" অতঃপর যে কোন একটি টেমপ্ল্যাট মার্ক করে "ক্রিয়েট ব্লগ" এ ক্লিক করুন।
*ব্যাস্! হয়ে গেলো। আপনি পেয়ে যাবেন আপনার ব্যাক্তিগত একটি ব্লগ ওয়েব সাইট।
*তখন আপনি সেখানে আনলিমিটেড পোষ্ট করতে পারবেন ।
*মাল্টি ইউজার পোষ্টিং এর ক্ষেত্রে আপনি আপনার কোন ফ্রেন্ডকে অথোর নিয়োগ করতে পারবেন।
*এখান থেকে তৈরী করা কয়েকটি সাইট দেখুন এখানে কিংবা এখানে কিংবা এখানে ।
*ভালো কন্টেন্ট পোষ্ট করে আপনি আপনার ব্লগ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি মাসে শুরু থেকে বিশ-ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
*সেখানে কপি পেষ্ট করা থেকে বিরত থাকবেন।
*পলিসি পড়ে নিতে ভুলবেন না।
একটি ওয়েব সাইট তৈরির গাইড লাইন (নতুনদের জন্য)
এত সোজা একটা ওয়েব সাইট বানানো ?? !! না এত সোজা কাজ না। ওয়েব সাইট তৈরির সাথে অনেক কিছু জরিত আছে। সেটাই নিচে গাইড লাইন আকারে আলোচনা করা হল।
ডোমেইন নেইম নির্বাচনঃ
ওয়েব সাইট বানালে অবশ্যই একটা ডোমেইন নাম লাগবে। মানে যেই নাম অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করলেই ওই নির্দিষ্ট ওয়েব সাইটটি চলে আসবে। ডোমেইন নাম যে কোন একটা হলেই হয় এটা ভুল আবার সত্য। মানে যদি আপনি প্রফেশনাল ভাবে সাইট তৈরি করতে চান তবে অবশ্যই আপনাকে ইউনিক নাম নির্বাচন করতে হবে। শুধু ওই নামটা খালি থাকলেই হবে না তার সাথে আরও কিছু জিনিস যুক্ত করতে হবে। যেমনঃ১.যেই নামে ডোমেইন নিবেন গুগলে ওই নামটি সার্চ দিয়ে দেখবেন ওই নামে কোন ফেসবুক পেজ, গুগল প্লাস পেজ, টুইটার একাউন্ট, ইউটিউব একাউন্ট ইত্যাদি আছে কিনা। যদি থাকে তবে সেই নাম না নেওয়া ভাল।
২.ডোমেইন নামের মদ্ধে “-/_” হাইফেন বা হ্যস চিহ্ন ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
৩.ডোমেইন নামটা ৭/৮ অক্ষরের মদ্ধে যদি নিতে পারেন তবে ভাল। বেশি বড় নিবেন না।
৪.ইংরেজিতে জটিল বানান এমন ডোমেইন নাম নিবেন না। এতে ভিজিটর সহজে নাম মনে রাখতে পারবেনা। আপনার সাইটের নাম লিখতে গিয়ে ভুল লিখে অন্য সাইটে চলে যাবে।
৫.একটি নামে ডোমেইন আছে তার আশে পাশের বানানের ডোমেইন নাম নেওয়া থেকে বিরত থাকবেন। যেমনঃ www.facebook.com আছে আপনি নিয়ে নিলেন www.facebooks.com বা www.face-book.com
৬.ডোমেইন নামটা উচ্চারনে সুন্দর ও সহজ শব্দ বা যে সব শব্দ আমরা সব সময় ব্যবহার করি এমন শব্দ দিয়ে ডোমেইন নাম নেবার চেষ্টা করুন।
৭.আপনি যে ধরনের সাইট বানাতে চান সেটার সাথে মিল রেখে ডোমেইন নাম কিনুন।
হোস্টিং কেনাঃ
ডোমেইনের পরেই যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হল হোস্টিং। হোস্টিং হল আপনি যে সাইটটা তৈরি করবেন সেটা যাবতীয় স্ক্রিপ্ট, ফাইল ও এত দরকারি জিনিসপত্র রাখার জন্য জায়গা এর আপনি বা আপনার ভিজিটর যে ওয়েব সাইটটা ভিজিট করতেছে সেটা জন্য কিছু কে.বি খরচ হয়। সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। এগুলো সহ আরও অনেক কিছু সম্বলিত থাকে হোস্টিং এর মদ্ধে। হোস্টিং কি এটা আর কিছু বললাম না কারন বেশির ভাগ মানুষই জানেন এটা কি। আর কেউ যদি না জানেন মন্তব্যতে জানাবেন। বিস্তারিত বুঝানোর চেষ্টা করবো।হোস্টিং কোনটা নিবেন, কতটুকু নিবেন !!!
আমরা সাধারন ভাবে যে সাইট বানাব তার জন্য শেয়ার হোস্টিং নিলেই হবে। আর দাম খুব কম। কেউ যদি একটু ভাল স্পীড বা ভাল সার্ভিস পেতে চান তারা ভি.পি.এস নিতে পারেন। সাধারন ভাবে আমাদের ১ জিবি জায়গা(Space) হলেই যথেষ্ট এটাই সহজে খরচ হবেনা। তবে ব্যান্ডউইথ টা একটু বেশি নেওয়া ভাল কারন। জত ভিজিটর বাড়বে তত ব্যান্ডউইথ খরচ হবে। আর কিছু জিনিস দেখবেন। যেমনঃ কয়টা সাবডোমেইন বানানোর সুযোগ দিবে, কয়টা ডাটাবেস তৈরি করতে দিবে। ইত্যাদি।
তথ্য সংগ্রহঃ
আপনি কি কাজের জন্য সাইট বানাতে চান। ব্লগ সাইট, পার্সোনাল ইনফরমেশন সাইট, বিজনেস সাইট, পোর্টফলিও সাইট ইত্যাদি। কোনটা বানাতে চান। যেটা বানাবেন সেইটার আনুশাঙ্গিক তথ্য সংগ্রহ করুন। যেমনঃ বিজনেস সাইট হলে বিজনেস সম্পর্কিত তথ্য, স্কুল ওয়েব সাইট হলে স্কুল সম্পর্কিত তথ্য ইত্যাদি।প্লাটফর্ম নির্বাচনঃ
আপনি যেই ওয়েব সাইটটা বানাবেন সেটা কিসে বানাবেন HTML এ নাকি PHP তে নাকি কোন CMS(WordPress, Joomla, Drupal) ব্যবহার করবেন। যদি ব্লগ সাইট হয় তবে CMS হিসাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। যদি বিজনেস সাইট হয় তবে HTML আর মাদ্ধমে করতে পারেন বা চাইলে PHP তেও করতে পারেন। অবশ্য আরও অনেক প্লাটফর্ম এ করা যায় যেমনঃ ASP.NET, Python, Ruby, ColdFusion ইত্যাদি।সাইট ডেভলপঃ
এবার শুরু ওয়েব সাইট ডেভলপের কাজ। সাইট ডেভলপের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবেন। যেমনঃ১.ওয়েবসাইটের সুন্দর একটি লোগো বানাবেন। সেটা সাইতে ব্যবহার করবেন।
২. সাইটের ব্যাকগ্রউন্ডে আকর্ষণী একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন যাতে সাইটটি সুন্দর ভাবে ফুতে উঠে। তবে ব্যাকগ্রউন্ড এ এমন কোন কালার ব্যবহার করবেন না যেটা চোখে বেশি লাগে মানে বেশি উজ্জ্বল কালার।
৩.সাইটের ফন্ট বেশি ছোট রাখবেন না। ভিজিটরের যাতে পরতে কোন সমশা না হয় এমন সাইজ ব্যবহার করবেন। ফন্ট কালার কালোই ভাল দেখা যায়।
৪.সাইটের আউটলুক সুন্দর করার চেষ্টা করবেন। যাতে ভিজিটর ভিজিত করে শান্তি পায়।
৫.ভিজিটরকে যাতে ধরে রাখা যায় বেশি ক্ষণ বা যাতে এবার ফিরে আসে সেই বাবস্থা করুন। যেমনঃ RSS ফিড যোগ করুন। সাইড বারে ও পেজের/ পোষ্টের শেষে একই রকম পোস্ট বা বেশি পঠিত পোস্ট লিঙ্ক রাখুন। এছাড়াও প্রয়োজনীয় লিঙ্ক সাইড বারে দিন।
৬. সাইটে যদি বিজ্ঞাপন থাকে মানে এডসেন্স বা অন্য কিছু। তবে অতিরিক্ত আঁকারে বিজ্ঞাপন দিবেন না। বিজ্ঞাপন গুলো সাজিয়ে সঠিক জায়গায় ব্যবহার করবেন।
ওয়েব সিকিউরিটি দিনঃ
বর্তমানে যে পরিস্থিতি চলতেছে তাতে ওয়েব সাইটের সিকিউরিটি দেওয়া একান্ত প্রয়োজন। না হলে যেকোনো সময় হ্যাক হয়ে জেতে পারে।একটি ছোট্ট মজার ঘটনা বলি – “বেশ কিছু দিন আগে আমি এক ক্লাইন্ট এর একটি বিজনেস সাইট ডেভলপ করে দেই। তো একদিন সন্ধ্যার দিকে ক্লাইন্টকে ফোন করে বলি তার সাইটের কাজ শেষ সে এখন সাইট অন্যকে দেখাতে পারবে। (তখন আলসেমি করে পরে করব বলে সাইটে কোন সিকিউরিটির দেই নি) যাইহোক সেতো সাইট দেখে বেশ খুশি। পরদিন সকালে ৯.৩০ এর দিকে আমাকে সেই ক্লাইন্ট ফোন করে বলে রাহাত আমাদের সাইটটা না কেমন যেন কালো কালো লাগতেছে আর কেমন যেন একটা ছবি। আমি বললাম আপনার সাইটের রঙ তো সবুজ আর নীল তাহলে কালো হবে কেন !!! আপনি মনে হয় ভুল অ্যাড্রেস দিছেন। পরে আমি খুলে দেখি আসলেই কালো কালো দেখায় মানে সাইটটাতে একটি হ্যাকারের ডিফেজ পেজ ঝুলছে”
ঘটনাটা বলার কারন সাইট বানানোর সাথে সাথেই সিকিউরিটি দেওয়াটা যে কতটা জরুরি সেটা বুঝালাম।
এস.ই.ও করুনঃ
এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বুঝায় বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি সাইটকে তুলে ধরা সাইটে কি আছে তা সার্চ ইঞ্জিনকে বুঝানো। আমরা যেকোনো কিছু লিখে গুগলে সার্চ দিলে দেখা যাবে অনেক পরিমানে ফলাফল পাওয়া যায় এর মধ্যে প্রথম ২/৩ পেজে যে সাইট গুলো আমরা পাই সেগুলোই আমরা দেখে থাকি। এটাই হল এসইও মানে সাইটে এসইও করলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে আগে নিয়ে আসবে আগে থেকলে ভিজিটররা বেশি দেখবে। এটাই মূলত এসইও র কাজ।এছাড়াও আরও কিছু কাজ করুন। যেমনঃ সাইটের যেই নাম ঠিক সেই নামেই ফেসবুকে একটি পেজ, গুগল প্লাসে একটি পেজ, টুইটার একাউন্ট এছাড়াও আরও সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে একই নামে একাউণ্ট খুলুন ইত্যাদি।
এতক্ষণ ধরে গাইড লাইনটি পরার জন্য ধন্যবাদ। আশা করি এটা নতুনদের উপকারে আসবে।
যারা ঘরে বসে নিজে নিজে ওয়েব ডেভলপমেন্ট শিখতে চান তারা আমার লেখা এই পোস্টটি পরতে পারেন – গাইড লাইনঃ ঘরে বসেই ওয়েব ডেভলপমেন্ট শিখুন।
আর কেউ যদি ব্যক্তিগত ভাবে প্রফেশনাল ওয়েব ডেভলপমেন্ট শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। আগ্রহীরা ফেসবুকে ইনবক্স করুন – ফেসবুক
ওয়ার্ডপ্রেস ব্লগের যেকোনো পোস্ট/পেজ পাসওর্য়াড প্রটেক্ট করুন কোনো প্লাগিন ছাড়াই…।
হ্যালো বন্ধুরা,
আসা করি সবাই ভালো আছেন, আমি এখন ফ্রীল্যান্সিং নিয়ে খুবই ব্যস্ত! :p
আজকে এক বায়ার এর কাজ করতে করতে গিয়ে কোনো প্লাগিন ছাড়াই কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগের যেকোনো পোস্ট/পেজ পাসওর্য়াড প্রটেক্ট করতে হয় পধ্যতি টা শিখলাম, যদি কেউ আগে শেয়ার করে থাকেন তাহলে খুবই দুঃখিত!
তাহলে ফলো করুনঃ
Steps To Password Protect A WordPress Page,
This is what you do…
Give your page a title and put in content as per usual
Make sure you exclude the page from your user menu (i.e. under Exclude Page in the right-hand sidebar, unchecked the box next to ‘include this page in lists of pages’)
Next, at the top of the right-hand sidebar you will see Visibility: Public Edit
Click on Edit and check ‘password protected’ and fill in your chosen password in the ‘password’ box then click ‘OK’.
Then click ‘publish’
Go to your password protected WordPress page.
You will now be asked for a password.
Put in password, click submit,
your WordPress page is now password protected!
ওকে,
যদি আগেই জানতে সরি, যারা জানেনা তাদের জন্য দিয়েছি!
সবাইকে ধন্যবাদ...............
আপনার ওয়েবসাইটের জন্য নিজে সার্চ বক্স তৈরি করুন।
আপনার ওয়েব সাইটে জন্য সার্চ একটি অতি প্রয়োজনীয় বিষয়। এর একে দেখতে সুন্দর করতে চাইলে এ এ টীউনটি দেখতে পারেন। নিচের ছবিটার মত করে সার্চ বক্স css ব্যেবহার করে খুব সহজেই করা যায় । আমি নিচে এর এর কোড শেয়ার করলাম ।
প্রথমে HTML এ কোডটি দিন ।
<div id="form">
<form action="" method="get" name="search-form">
<input id="search-box" name="search-box" type="text">
<input id="search-submit" name="search-submit" type="submit" value="">
</form>
</div>
এর পর আপনার CSS এ
#form {
position: absolute;
top: 100px;
left: 10px;
}
#search-box {
font-family: "Comic Sans MS", cursive;
font-size: 16px;
font-weight: lighter;
color: #666;
padding-left: 5px;
border: 1px thin #ccc;
width: 300px;
height: 23px;
}
#search-box:hover {
border: 1px solid #ccc;
box-shadow: 0px 0px 2px #CCC;
}
#search-submit {
position: absolute;
top: 0px;
right: 0px;
height: 27px;
width: 40px;
border: none;
background-image: -webkit-gradient(linear, left top, left bottom, from(#f9f9f9),to(#FFF));
background-image: -moz-linear-gradient(-90deg,#f9f9f9,#FFF);
background-image: url(../_piucture/search.gif);
background-repeat: no-repeat;
background-position: center center;
cursor: pointer;
border: 1px solid #ccc;
}
#search-submit:hover {
border: 1px solid #ccc;
box-shadow: 0px 0px 2px #CCC;
}
এখানে form কে absolute করা হয়েছে তাই আপনাকে এ কন্টেইনার div কে position: relative; করে দিন। তার পর top ও left মান দিয়ে এটিকে যেখানে দেখেতে চান সেখানে নিয়ে যান।
এখানে তেমন কিছুই করা হয় নাই। শুধু সাবমিট বাঁটনটাকে position করে text fild এর ভিতরে ডান পাশে নিয়ে নেওয়া হয়েছে।
css দিয়ে একে অন্য ভাবেও করা যায় , আমি আর একদিন অন্য কোড গুলা দিব।
এর আগের পোষ্টে এনেক বেশি কথা লিখেছিলাম , এখানে অনেক কম লিখলাম। আপনাদের সমস্যা হলে জানাবেন। আর না হলে আপনার যে ধরনের সার্চ বক্স দরকার এর ছবি আমাকে দিয়ে আমি css করে দিব।
আপনার ব্লগে যুক্ত করুন একটি ডিজিটাল ঘড়ি
আজকাল যাদের একটি পিসি রয়েছে তাদের রয়েছে কমপক্ষে একটি ব্লগ অথবা ওয়েব।
কিন্তু যদি আনপার ব্লগটি না হয় সাজানো গোছানো তবে কোন ভিজিটর মাত্র একবারই ভিজিট করবে। ক্নিতু যদি থাকে আনপার ব্লগে সুন্দুর একটি ডিজিটাল ঘড়ি তাহলে ব্রগে বসেই দেখতে পারবে বড় অক্ষরে বর্তমান সময়। তাই ঝটপট নিচের কথা গুলি বাস্তবায়ন করুন
পথমে আপনার ব্লগ সাইন করুন ও লে আউট এ ক্লিক করুন এবং একটি এইচটিএমএল গেজেট যুক্ত করুন এবং নিচের কোড গুলি কপি করে আপনার এইচটিএমএল গেজেট বক্সে পেষ্ট করুন
<script src="http://h1.flashvortex.com/display.php?id=2_1341301313_59646_507_0_294_106_9_1_60" type="text/javascript"></script>
ব্লগে যুক্ত করুন ভালবাসার পরিমাপক যন্ত্র (লাভ মিটার)
বন্ধুরা সবাই কেমন আছেন। আজ এমন একটি যন্ত্র আপনার ব্লগে যুক্ত করবেন যে, যা দ্বারা আপনার বন্ধু/বান্ধবী, প্রিয়জন/আপনজন অথবা যে কোন কলিগ এর সাথে আনপার কত% ভালবাসা/আন্তরিকতা রয়েছে তা শুধু মাত্র নাম দিয়ে বুঝতে পারবেন। এ জন্য আপনাকে প্রথমে আপনার ব্লগে প্রবেশ করে সাইন করুন। এবং ডিজাইনে গিয়ে লেআউট ক্লিক করুন এবং একটি এইচ টি এম এল/জাভা গেজেট যুক্ত করুন। এরপর নিচের কোডগুলি কপি করে পেষ্ট করুন এবং তা সংরক্ষণ করে ব্লগ দেখুন।
<embed src='http://www.crazyprofile.com/love_test/love_meter.swf' FlashVars='bgcol=Red' quality='high' bgcolor='#ffffff' width='550' height='400' name='te1' align='middle' allowScriptAccess='sameDomain' type='application/x-shockwave-flash' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer'/></embed><br><div><a href='http://www.crazyprofile.com/love_test/love_meter.asp' target='_blank'><font face='verdana' size=1>Created by Crazyprofile.com</font></a></div>
দেখবেন একটি ভালবাসর পরিমাপক যন্ত্র (লাভ মিটার) আপনার ব্লগে যুক্ত হয়েছে । এখন প্রথমে আপনার নাম ও পরের ঘরে আপনার বন্ধু/বান্ধবী, প্রিয়জন/আপনজন এর নাম লিখুন এবং টেষ্ট বাটনে ক্লিক করুন । দেখবেন আপনাদের দুইজনের মধ্যে কত% ভালবাস রয়েছে তা প্রকাশ করবে।
বের হয়ে গেলো ওয়ার্ডপ্রেস ৩.৪.১
বের হয়ে গেলো ওয়ার্ডপ্রেস ৩.৪.১
আসসালামালাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ।
আমি একজন নতুন টিউনার । তাই ভুল হলে সেগুলো দয়া করে সুধরে দিবেন ।
গত কয়েকদিন আগে বের হয়ে গেলো ওয়ার্ডপ্রেস ৩.৪.১ !! ওয়ার্ডপ্রেস ( ৩.৪.১ ) ভার্সনের কিছু নতুন ফিচার নিয়ে আমি আজকে আলোচনা করবো ।
নতুন ফিচারঃ
এতে আছে একটি নতুন ফিচার। এর কাজ হচ্ছে, নতুন কোন কিছু ওয়ার্ডপ্রেস এর জন্য বের হইলেই তা নিজ থেকে জানিয়ে দেয়া । এই ফিচারটি “বিনা মেঘে বজ্রপাত ” এর মত কাজ করবে ।
মেন্যু বারঃ
পরিবর্তন এসেছে মেন্যুতে। আগে মেন্যুতে প্রত্যেকটা ছিলো আলাদা । এখন একেকটার ভেতর অন্য টা ডুকে গিয়েছে। যার ফলে দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক তেমনি ১ টি ক্লিকেই ওপেন করা সম্ভব হচ্ছে।
তাছাড়া টুলস এর মাঝেও অনেক নতুন টুলস এড হয়েছে । পুরাতন ভার্সনে এ এটি ছিলো না। তাই এদিকে অবশ্যই এটি সবার জন্য একটা প্লাস পয়েন্ট ।
ওয়ার্ডপ্রেস ৩.৪.১ তে আরো যা যা আছে ঃ
একটি নতুন পোষ্ট আপডেট করার পর চেঞ্জলগ স্ক্রীন ।
একটি নতুন ড্যাশ বোর্ড এবং সুন্দর একটি ওয়েলকাম স্ক্রীন ।
অধিক থেকে অধিক তর দ্রুততা ।
এবং আরো অনেক নতুন ফিচার।
মিডিয়া আপলোডঃ
যখন ব্লগে /ওয়েবসাইটের মিডিয়া আপলোডেও চলে এসেছে নতুনত্ব!! আগের থেকে এখন আরো বেশি সহজ ভাবে মিডিয়া আপলোড করা যায় নতুন ভার্সনে ।
মূলকথা ঃ
মূলকথা হচ্ছে, সময়ের পালা বদলে ওয়ার্ডপ্রেস এখন আরো উন্নত হয়ে এগিয়ে এসেছে ।
এখানে যেমন ব্লগিং/ওয়েবসাইট তৈরি করে মজা পাওয়া যায় , সেই সাথে এইখানেই শেখা যায় অনেক কিছু। নিজের ব্লগ/ওয়েবসাইটকে সাজিয়ে নিতে পারবেন যেভাবে ইচ্ছে ।
তছারা তারা এখন সিকিউরিটির দিক থেকে আরো কয়েকধাপ এগিয়ে এসেছে ওয়ার্ডপ্রেস ৩.৪.১ ।
নতুন ফিচারের সাথে বদলে ফেলেছে তাদের আগের সকল সমস্যা ।
ওয়ার্ডপ্রেস ( ৩.৪.১ ) ভার্সনের নতুন ফিচার দিয়ে বানানো আমার এই সাইট টা সময় পেলে ঘুরে আসুন ।
ইন্সটলের নিয়ম ঃ
C প্যানেল বা ড্যাশবোর্ড থেকে আপডেট করে সহজেই ওয়ার্ডপ্রেস ( ৩.৪.১ ) ইন্সটল করা যায় । এর পরেও যে কন সমস্যায় আমাকে জানান । আমি সেটা Solve করার চেষ্টা করব ।
Website design means planning, creation and updating of websites. Website design also involves information architecture, website structure, user interface, navigation ergonomics, website layout, colors, contrasts, fonts and imagery (photography) as well as icons design.
উত্তরমুছুনআপনার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাই
উত্তরমুছুনআসসালামুআলাইকুম . ভাইয়া আমি একটি ওয়েব সাইট বানাতে চাই। এবং ওয়েব সাইট থেকে আয় করতে চাই।
উত্তরমুছুনআমি নতুন তাই আপনার সাহার্য ও গাইড লাইন দরকার। আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি?
আমিও আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাই
উত্তরমুছুনআমি যোগাযোগ করতে চাই
মুছুনবচ,অনেক মজা পেলাম ।লেখাটা খুব সুন্দর হয়েছে । তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম এখানে> http://muktomoncho.com/archives/2594
উত্তরমুছুনআমি ও একটি website create করতে চাই..plz help
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনআপনার মন্তব্য লিখুন...
উত্তরমুছুনদারুন লেগেছে...
উত্তরমুছুনআপনি কি অনলাইন ওয়েব সাইট তৈরি করতে চান !
উত্তরমুছুনhttp://www.digitalmathbaria.com/web-design/