অনলাইন
আয় রোজগারের ক্ষেত্রে বিজ্ঞাপনের প্রদর্শনের মাধ্যমে আয় একটি
উল্লেখযোগ্য মাধ্যম। বিভিন্ন সাইট ভিজিট করলে দেখা যায় বিভিন্ন পণ্য
কিংবা সাইটের বিজ্ঞাপন । সাধারণভাবে গুগল এডসেন্স, AdBrite, Clicksor,
Bidvertiser, Chitika ইত্যাদি সাইটের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। ভিজিটর
এসে সাইটগুলো দেখেন এবং ক্লিক করে থাকেন এসকল প্রতিষ্ঠানের। একটি
নির্দিষ্ট পরিমাণে আয় করা সম্ভব। তবে শুধুমাত্র বিজ্ঞাপনের কথা বললেই হবে
না। এজন্য আপনাকে অবশ্যই কতকগুলো শর্তপূরণ করতে হবে।
যেমন
বিজ্ঞাপন প্রর্দশনের জন্য একটি সাইট থাকতে হবে। নিয়মিত ভিজিটর আনতে হবে
এবং তাদেরকে আপনার সাইটের বিজ্ঞাপন ক্লিক করার জন্য উৎসাহিত করতে হবে। কেউ
আসবে আর এসেই বিজ্ঞাপনে ক্লিক করবে আর আপনি আয় করবেন এমনটি ভাবা বোকামী
ছাড়া আর কিছুই নয়। এমন কিছু থাকতে হবে সাইটে যাতে তারা এসে আপনার সাইটে
কিছুক্ষণ থাকবেন এবং বিজ্ঞাপনে ক্লিক করবে। এজন্য আপনাকে একাধারে সাইটের
ডিজাউনার, এস,ই,ত্ত ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং পাশাপাশি আপনাকে কনটেন্ট
তৈরিতে পারদর্শী হতে হবে। কী চায় তারা? যারা আপনার সাইটে আসবেন! আর শুধু
মাত্র সাইট বানালেই হবে না। প্রতিষ্ঠান গুলোর নীতিমালা আপনাকে মনে রাখতে
হবে। কিছু কিছু বিষয়ের সাইটে আপনি বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন না। সব
কিছু করার আগে অবশ্যই আপনাকে সেই বিষয় নিয়ে ভাবতে হবে। প্রতিদিনই আপনার
লক্ষ লক্ষ প্রতিযোগী বাড়ছে অনলাইনে। সবার সাথে দৌড়ে আপনাকে জয়ী হতে
হবে। দুর্বল হলে পিছিয়ে পড়বেন। পরিকল্পনা এবং শ্রম ছাড়া কোন বিকল্প নেই।
(পরবর্তী পর্ব গুগল এডসেন্স)
টিউন করেছেন : swordfish | প্রকাশিত হয়েছে : 26 January, 2012 on 10:11 am
টিউন করেছেন : swordfish | প্রকাশিত হয়েছে : 26 January, 2012 on 10:11 am
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন