This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
বুধবার, ১৮ জুলাই, ২০১২
শনিবার, ১৪ জুলাই, ২০১২
এবার WIFI চোরদের ধরে ফেলুন হাতেনাতে।তাও আবার IP সহ।উপকৃত হলে জানাবেন।
WHO IS ON MY WIFI
ওয়েভে দুর্লভ ভালোবাসার কথা প্রকাশ
ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করুন
"অনলাইন ইস্কুল"
বুধবার, ১১ জুলাই, ২০১২
বিডিগিকসে এখন পাবেন ফটোশপ টিউটোরিয়াল
ফটোশপ টিউটরিয়ালের জন্য চোখ রাখুন এইখানে!
এছাড়াও bdgeeks এর ভিডিও টিউটরিয়ালের জন্য মূল website ভিজিট করতে ভুলবেন না!
গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি - ছবি, গান, ভিডিও - এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে - নিজের কনটেন্ট লিখুন ... কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু'টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন - পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।
৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি - যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।
১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।
১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন - ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।
১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।
সূত্র: গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
গুগলের ইতিহাস জেনে রাখা ভালো।
ইন্টারনেট ব্যাবহারকারী হয়েছে অথচ গুগল এর নাম শোনেননি বা গুগল সর্ম্পকে কিছুই জানেন না, এমনটা না হওয়ায় কঠিন। আমাদের ইন্টারনেটে সাধারনত কোন কিছুর প্রয়োজন হয়, যেমন-কোন ইনফরমেশন, সফটওয়্যার ইত্যাদি সাথে সাথেই আমরা গুগলে সার্চ দিই। এরপর অনেক ফলাফল থেকে নিজের প্রয়োজনীয় ফলাফল বেছে নিই। বর্তমানে গুগল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন। ইনকর্পোরেটেড একটি মার্কিন টেকনোলজি কোম্পানী এবং তাদের গুগল র্সাচ ইঞ্জিনের এবং অনলাইন বিজ্ঞাপনের জন্য বিশ্ববিখ্যাত। গুগল সার্চ ওয়েবের বৃহত্তম সার্চ ইঞ্জিন। গুগলের লক্ষ্য হচ্ছে “বিশ্বের যাবতীয় তথ্য সুবিন্যস্ত্ করা এবং সেগুলো র্সবসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করা। আমরা অনেকেই গুগলের ইতিহাস সর্ম্পকে জানি না।
গুগলের প্রতিষ্ঠাতা স্ট্যানর্ফোড বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রনি । গুগলের প্রধান কার্যালয় “ক্যালফোর্নিয়া মাউন্টেইন ভিউ” নামক শহরে। এর মূলমন্ত্র হচ্ছে-”বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া”। আর এর প্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হচ্ছে -”উড়হ’ঃ নব বারষ”। ১৯৬৬ সালে ক্যালফোর্নিয়ার স্ট্যানর্ফোড বিশ্ববিদ্যালয়ের দু’জন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রনি এর কাজ শুরু করে। ১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বরে ল্যারি পেজ এবং সার্গেই ব্রনি একটি প্রাইভেট লিমিটেড হিসেবে গুগল প্রতিষ্ঠা করে। ২০০৪ সালের ১৯শে আগস্ট এটি পাবলিক লিমিটেডে রূপান্তরিত হয়। প্রতিনিয়ত নতুন সেবা, নতুন পণ্য দিয়ে বিশ্বে নিজেদের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে। বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্থান করেছে সুদৃঢ়। এছাড়া বিভিন্ন কোম্পানী কিনে এবং অংশীদারিত্ব নিয়ে নিজেদের বহুমুখীতা সমৃদ্ধ করছে। তাই তো সার্সের পাশাপাশি ই-মেইল, ভিডিও শেয়ারং, সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে গুগলের সেবা রয়েছে।
প্রায় ১৬,০০০ লোকের কর্মসংস্থান জুগিয়েছে এই গুগল। গুগলের মোট আয় হচ্ছে ২.০৭৭ বিলিয়ন মার্কিন ডলার(২০০৬)।
প্রতিনিয়তই গুগল সমৃদ্ধ করছে তাদের তথ্য ভাণ্ডার। বর্তমানে গুগলের জনপ্রিয়তা তুঙ্গে। সূত্রঃ ইন্টারনটে।
গুগলের যে সেরা ফিচারগুলো আপনি হয়তো ব্যবহার করছেন না!
গুগল ড্রাইভে যুক্ত হয়েছে নতুন নতুন ফিচার
আমাদের অনেকেই আছেন যারা মনে করেন গুগল ড্রাইভ শুদু গুগল ডকসের মতোই একটি ফিচার। তবে মজার খবর হলো সাম্প্রতিক সময়ে গুগল ড্রাইভে কিছু ওয়েভ বেজড এপস যুক্ত হয়েছে যা আপনাকে অবাক করবেই। এই এপসগুলো আপনি গুগল ড্রাইভে সরাসরি বা নতুন ফাইল রেখে ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এপস নিয়ে আলোচনা করা হলো।
ফ্রী ফ্যাক্স পাঠান বা রিসিভ করেন Hellofax দিয়ে
HelloFax দিয়ে শুধু ফ্যাক্স পাঠানোর কাজেই ব্যবহার হয় না সাথে গুগল ড্রাইভে কিছু অতিরিক্ত সুবিধাও যুক্ত হয়ে যায়।আপনার ব্রাউজার দিয়েই ইমেজ এডিটের জন্য আছে Pixlr Editor , Aviary
Pixlr Editor এবং Aviary দুইটাই সিম্পল তবে গুগল ড্রাইভে আপনার ছবি এডিট করার জন্য যথেষ্ট কার্যকর।আপনি ফটোশপের মতো কোন সফটওয়্যার বা এপস খুজে থাকেন তাহলে প্লিক্সার এডিশন অনেকটাই আপনার চাহিদা পূরণ করতে পারবে। আর কালার ব্যালেন্সের জন্য এভাইরেই তো থাকছেই!
আপনার ড্রাইভের বিস্তারিত গ্রাফ দেখে নিন এই এপস দিয়ে
গুগল ডকসে আপনি কি কি করছেন জানতে চান? তাহলে এই এপস দিয়ে জেনে নিন আপনার সাপ্তাহিক, মাসিক কার্যকলাপ গ্রাফের সাহায্য। Spanning StatsisGoogle+ এর কিছু হিডেন ফিচার
গুগল প্লাস শুধু সোস্যাল সাইটই নয় এখানে রয়েছে অনেক কাজের ফিচার। চলুন দেখে নেয়া যাক।আপনার পার্টির জন্য এবার ইনভাইট করুন সবাইকে
ফেসবুক এ এভেন্ট সিস্টেম রয়েছে তবে সমস্যা হলো ইভেন্টে এড করতে হলে সবাইকে ফেসবুক আইডি থাকা লাগে। কিন্তু গুগল+ এ রয়েছে অপার সুবিধা। আপনি শুদুমাত্র ইভেন্ট তৈরি করুন তারপর যাকে খুশি ইনভাইট সবাই ইভেন্ট দেখতে পাবে যদি গুগল+ এ একাউন্টা নাও থাকে।আপনার ছবি অটো সেভ হয়ে যাবে গুগল ক্লাউড সার্ভারে
আপনি যদি আপনার আইফোন বা এন্ড্রয়েডের ছবি তোলার সাথেই সাথে ব্যাকআপ রাখতে চান তাহলে Automatic Upload ফিচারের সুবিধা নিতে পারেন। অটোমেটিক আপনার তোলা ছবি ক্লাউড সার্ভারে সেভ হয়ে যাবে তাও একেবারে ফ্রী!যে কোন ধরনের মিটিং শুরু করুন অনলাইনে Google Hangouts আছে না!
Google+ Hangouts হলো এমন একটি ভিডিও চ্যাট রুম সেবা যেখানে একত্রে ১০ জন আলোচনা করতে পারে। এটা ব্যবহার করা অনেক সহজ। এছাড়া এর ভিতরেও কিছু মজার মজার ফিচার আছে।- Cacoo: এটা দিয়ে আপনি দিয়ে আপনার মাইন্ড ম্যাপ, ডায়াগ্রাম বা অফিসের কাজ সম্পন্ন করতে পারবেন। প্রতিদিন ব্যবহার করতে না হলেও অনেক সময় এটা কাজে লাগে।
- SlideShare: এটা দিয়ে খুব সহজেই প্রেজেন্টেশন তৈরি করে শেয়ার করতে পারবেন।
- ConceptBoard: হঠাৎ মাথায় আইডিয়ে চলে এসেছে? লিখে ফেলুন সাদাবোর্ডে।
অন্যান্য সেবা: এপস,প্রডাক্টস এবং অটো স্ক্রিপ্ট
গুগলের হাজার হাজার সেবার কথা জানা আসলেই অসম্ভব। তবে সেরা কিছু ফিচার নিয়ে এখানে বর্ণনা করা হলো।
জিমেইলে ট্র্যাক সেবা
জিমেইলে আপনি কি কি করেন রিপোর্ট চান? আছে Activity Reports
breaks। এটা দিয়ে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন গুগলে আপনি কি কি সার্চ
করেন, জিমেইল কিভাবে ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি। এমনকি আপনার
কম্পিউটারে আপনি কত সময় থাকেন তাও জানতে পারবেন।গুগলের বুকমার্ক সার্ভিস এবং রিড ইট লেটার ফিচার
Google Bookmarks: এটা হলো গুগলের এমন একটা সার্ভিস যেটার কাজ হলো ওয়েব পেজ সেভ করে রাখা যা পরে বুকমার্ক লিস্ট থেকে পড়া যায়।বুকমার্ক লিস্ট আপনি পরে লেভেল অনুযায়ী খুব সহজেই খুজে পাবেন। গুগলেই এই ফিচার আসলেই খুব কাজের।
গুগল এপসগুলোর জন্য কিছু অটো স্ক্রিপ্ট
Google Apps Scripts হলো অনেকটা অটোমেটর স্টাইল যা আপনার আপনার গুগল এপস ব্যবহার করতে সাহায্য করবে। আপনি ইচ্ছা করলে অন্যদের তৈরি স্ক্রিপ্ট আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে কিছু পরিচিত স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা হলো।- Gmail Meter: এটা আপনার জিমেইলে এক্টিভিটি মনিটরের কাজ করবে। প্রত্যেক মাসে একটি ইমেইলে আপনার জিমেইল রিলেটেডেড একটা মেইল পাবেন। যা দেখে বুঝতে পারবেন গড় শব্দ কতগুলো,মেইলের সময়, দৈর্ঘ্য ইত্যাদি।
- Gmail Attachments to Google Drive: এটা আপনার জিমেইলে যত এটাচমেন্ট আসবে তা গুগল ড্রাইভে অটো পাঠিয়ে দিবে। অনেক সময়ই এই স্ক্রিপ্ট কাজে লেগে থাকে।
- Gmail Filter to SMS(This ones in the Scripts Gallery): এই স্ক্রিপ্ট ব্যবহার করলে আপনার জিমেইলে আসা সব মেইলের টেক্সট নোটিফিকেশন পাবেন মোবাইলে। আপনার মেইল যদি যথাসময়ে জানার অনেক দরকার হয় তাহলে এটা অনেক কাজে দিবে।
আরো ফিচার সম্পর্কে জানতে চান? তাহলে আপাতত পরীক্ষামূলকভাবে এই এপস গুলো ব্যবহার করে দেখতে পারেন।
গুগলের ভক্ত হয়ে থাকলেও হয়তো আপনি সব ফিচার সম্পর্কে জানতে পারবেন না। তবে কাজের ফিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরাতো আছিই। আশা করি এপস ও স্ক্রিপ্ট নিয়ে আরো শক্তিশালী হয়ে উঠবেন ওয়েব জগতে। সাথেই থাকুন।
পোস্টটি লিখেছেন টিউটোরিয়ালবিডিতে অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগ।
শনিবার, ৭ জুলাই, ২০১২
YAHOO MESSENGER HACKING.হ্যাঁ ইয়াহু মেসেঞ্জার হ্যাক করুন।
MULTIPLE LOG INTO YAHOO MESSENGER
1. Go to Start ----> Run . Type regedit, then enter .
2.Navigate to HKEY_CURRENT_USER --------> Software --->yahoo -----
>pager---->Test
3.On the right pane , right-click and choose new Dword value .
4.Rename it as Plural.
5.Double click and assign a decimal value of 1.
That's it done!!
এখন registry বন্ধ করুন আর ইয়াহু মেসেঞ্জার restart করুন। For signing in with
new id open another messenger .
মজা করুন।
অনলাইনে সংবাদ ও বিনোদন দেখুন সরাসরি
PTC,ডুল্যান্সার, MLM কর্মীরা ওডেস্কে কাজ করার আশা ছাড়ুন, আপনাদের স্থান ওডেস্ক নয়
যাহোক, ইতোমধ্যে নিশ্চয়ই সবাই দেখেছেন এবং দেখেছেন বিভিন্ন MLM প্রতিষ্ঠান এবং PTC সাইটগুলোর ব্যবস্থা নেয়া হয়েছে এবং হচ্ছে। এখন এই কারণে এসব পিটিসিতে কাজ করা অসংখ্য কর্মীরা পড়েছে হতাশায়। তাদের ধারণা, "হায় হায় এখন কি করব। আমার কাজ করার শখের সাইটখান তো বন্ধ হয়ে যাচ্ছে।" কিন্তু পরক্ষনেরি তাদের মাথায় আবার আরেক চিন্তা আসে এমন -ও, শুনসি, ওডেস্ক, ফ্রিল্যান্সারে ও নাকি এভাবে অনলাইনে টামা কামানো যায়। যাই একবার চেষ্টা করি , আমার আর চিন্তা কি আমার তো কাজের অভিজ্ঞতা আছে , বিভিন্ন এডে ক্লিক করার একবছরের অভিজ্ঞতা , কাজ না পেয়ে যাব কোথায়। শুনেন ভাই, কথায় ভালোভাবে কান দিয়ে শুনে নিন, ওডেস্কের কাজ মানে এসব ptc মার্কা অকাজ না, আর ওগুলাতো কাজের মধ্যেই পড়ে না, সুতরাং এসব অকাজ Odesk এ পাওয়ার চিন্তা না করাই ভালো। এখানে কি করা হয়, কয় ধরনের কি কি কাজ আছে , কাজ বলতে কি বুঝায় তা ওই সাইটে একবার কষ্ট করে ঢু মারলেই বুঝতে পারবেন, বেশীক্ষন লাগবে না বুঝতে , বড়জোর পাঁচ মিনিট(আসলে ৫মিনিটও লাগার কথা না)। এবার এসব কাজ দেখার পরে মিলিয়ে দেখুন এগুলার মধ্যে আপনি কি পারেন, যদি আপনি এডক্লিকার হয়ে থাকেন তাহলে এসব কাজ পারার কথা না, আর যদি না ই পারেন তাহলে কেন ওডেস্কে সাইট খুলে কাজে বিড করেন না বুঝে!!! আপনি কি জানেন এখানে প্রতিটা কাজই শেষ হওয়ার পরে রিভিউ দেয়া হয় অর্থাৎ আপনি যে লোকের কাজটাতে বিড করছেন , সে যদি আপনাকে কাজ দেয় তবে কাজ শেষে বা কাজের জন্য বরাদ্দকৃত সময় শেষে সে আপনাকে রেটিং দিবে এবং আপনার ব্যাপারে কমেন্ট করবে যে, আপনি কি কাজ পারেন কিনা, কেমন পারেন নাকি কিছুই পারেন না এব্যপারে। এবং এ রেটিং ও কমেন্ট যদি নেগেটিভ হয় অর্থাত, যদি কাজটার মালিক কমেন্টে লিখে দেয় যে, আপনি কাজ পারেন না, শুধু শুধু টাইম নষ্ট করেন হেনতেন, তাইলে ভবিষ্যতে কাজ পাওয়াটা একেবারেই অসম্ভব হয়ে যাবে। কারণ পরবর্তী অন্য কোন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে যাবে সে এই কমেন্টটা দেখবে যা আগের ক্লায়েন্ট আপনাকে দিয়েছিল। এধরনের কমেন্ট দেখে সে আপনাকে তো কাজ দেবেই না, উলটা আপনার দেশ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কেও একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবে যে, এই দেশের লোকগুলা সবাই বোধ হয় ভন্ড। তখন দেখা যাবে একসময় বাংলাদেশের যে কারোরজন্যই কাজ পাওয়া কঠিন হয়ে যাবে এরকম নেগেটিভ ধারণার জন্য। আপনি হয়তো বলবেন, আরে আমার একার জন্য আর এমন কি ইমেজ নষ্ট হবে দেশের ? কিন্তু ভাই বুঝার ভুলটা তো এখানেই, আপনি কি জানেন না, বাঙ্গালীদের "হুজুগে " বলে একটা বৈশিষ্ট আছে অর্থাৎ ," অন্যরা যেদিকে যায় , আমিও সেই দিকে যাই কিছু না বুঝে " - এই টাইপ।আপনি কি জানেন , আপনি মত কত এডক্লিকার আছে এই দেশে? অ...নে...ক। এখন আপনি যেমন টাকা কামানো ধান্দা করসেন ওডেস্ক থেকে, আপনার মত তাদেরও তো চিন্তাভাবনা একই, কারণ তারাও যে আপনার মত এডে ক্লিক করা ছাড়া কিছু পারে না, আর পারতেও চায় না, তারাও আপনার মত এডে ক্লিক করাকেই কাজ মনে করে এবং ওডেস্ককেই মনে করেন এসব কাজের উৎকৃষ্ট স্থান। তো এরকম হাজার হাজার লোক যখন আপনাদের নেগেটিভ কমেন্ট আর রেটিং পায় ওডেস্ক থেকে কোনো কাজ না পারার কারণে, এবং দেখা যায় যে এর সবাই বাংলাদেশের, তখন তো ক্লায়েন্ট রা ধরে নেবেই, "বাংলাদেশ মানেই ভন্ডের দল, অকাজের ঢেকির দল"। আমরা যেমন এখন মনে করি-- বাংলাদেশে অমুক জায়গার লোক মানেই ধান্দাবাজ,অমুক জায়গার লোক মানেই খুব ভদ্র, অনেকটা এরকম।( অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি , মানুষের ভালো খারাপ হওয়াটা স্থান নির্ভর নয়, সেটা অন্য প্রসংগ) একসময় দেখা যাবে বাংলাদেশ কন্ট্রাক্টরদের তারা কাজ দিচ্ছে না, অসম্ভব কিছু না, ইতোমধ্যে এমনটা হওয়া শুরু করেছে, অনেক ক্লায়েন্ট আগেই লিখে দেয়, অমুক অমুক দেশ এপ্লাই করবেন ন।
তাহলে কি করবেন?
সুতরাং, ভাই আশা করব, আপনারা এমন হুজুগে মার্কা কাজ না করে অর্থাৎ, কোনো কিছু না বুঝে শুধু এড ক্লিকানোর জন্য বা কোনো কাজ না করে টাকা কামানোর মত মানসিকতা নিয়ে ওডেস্কের কথা চিন্তা করবেন না, ওডেস্ক আপনাদের এসব অকাজের কাজের জন্য না। এখানে যেসব কাজ আছে সবগুলাইকরার আগে সে কাজ সম্পর্কে জানতে হয় , শিখতে হয়।এখন হয়তো বলবেন , শেখার এত টাইম কোথায়, কাজ আমার খুব তাড়াতাড়িই দরকার--- এগুলা আসলে অজুহাত ছাড়া কিছু নয়। আপনার যদি টাইম না ই থাকে যদি এমন হয় যে, এখন ইনকাম না করতে পারলে আপনি মরে যাবেন , তাহলে মাসের পরে মাস এড ক্লিকিং করার টাইম কোত্থেকে পেলেন, ঐ এডে ক্লিক করে যখন কিছুই করতে পারেন নাই, তখন কি আপনার দিন চলে নাই ? তখন যদি সময় থাকে তাহলে কাজ শিখলেন না কেন? যা হোক, অতীত is অতীত। এখন থেকে অন্তত একটা মাস ট্রাই করুন কোনো কিছু শিখতে, এক মাস যথেষ্ট , যদি কোনো কিছু শেখার আসলেই ইচ্ছা থাকে তাহলে এক মাসেই পারবেন। তারপরে কাজে নামুন আয় করতে।
কাজ করার অনেক ক্ষেত্র আছে , এসব কাজে নিজেকে আগে দক্ষ করে তুলুন ,এক সময় আপনার নিজেরই ভালো লাগবে --"আরে, আমি আসলেই এটাতে অভিজ্ঞ, বাহ!!!! " প্রতিটা কাজে অভিজ্ঞ ব্যক্তি একেক জন শিল্পী আর তাঁর কাজ হল শিল্প। নিজেকে শিল্পী আর নিজের কাজকে শিল্প ভাবতে খারাপ লাগার কথা না।
আর সব কথার শেষ কথা হল
পৃথিবীতে এমন কোনো কাজ নেই বা এমন কোনো আয়ের উৎস যার জন্য সামান্যতম কষ্টও করার দরকার হয় না।
নতুন একটি ই-বুক ডাউনলোড ওয়েবসাইট
এখানে আপনার পছন্দের বইটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখুনি একবার ঘুরে আসুন এই বইয়ের স্বর্গে। পেয়েও যেতে পারেন আপনার অসম্ভব পছন্দের দুর্লভ কোনো বই......
http://www.ebookbd.net
Heaven of Booklovers
জেনে নিন, ৩ টা প্রশ্নের উত্তর Microsoft আজ ও দিতে পারেনি।
Do it yourself, Then you will get to know...
__________________________________________________ ____
১। Word এর কোন ব্যক্তি আজও “ con” নামে কম্পিউটারে ফোল্ডার তৈরি করতে পারেনি। মাইক্রোসফট এর Whole Team এই প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি।
বিশ্বাস না হলে আগে বলেছি নিজে একবার চেষ্টা করে দেখুন।
২। উইন্ডোজ ৭ এবং ভিস্তা ছাড়া অনন্য কোন উইন্ডোজ জন্য এই টিপস কার্যকর ।
(ক) প্রথমে আপনার নোটপ্যাড ওপেন করুন।
( খ) এখানে টাইপ করুন, ( Bush hid the facts) কোন Quotes ছাড়া।
(গ) যে কোন নামে ফাইলটি Save করুন যে কোন স্থানে।
(ঘ) তারপর Close করে Re-open করুন।
Notice the weird bug? No one can explain why this happens.
৩। আরেকটি মজার Funny . আজও মাইক্রোসফট দিতে পাররেনি। কিন্তু এটি ব্রাজিলীয়ান দ্বারা আবিষ্কার হয়েছে। Try it out yourself.
Open Microsoft Word and type
=rand (200, 99)
তারপর press ENTER
কম্পিউটার USER PASSWORD হ্যাক করা এতো সহজ !!!!
অনেক কথা বলে ফেলেছি ,এবার কাজের কথায় আসা যাক । কম্পিউটার ইউজার পাসওয়ার্ড হ্যাক করবেন যেভাবে ...।
******উইন্ডোজ এক্সপি এর জন্য******
১ কম্পিউটার স্টার্ট করুন
২ কম্পিউটার এর login স্ক্রীন আসবে
৩ এক সাতে কীবোর্ড এর ctrl+alt+delet এইটা চাপ দিলে একটা নতুন উইন্ডো শো করবে । এখানে একটা USER BOX আরেকটা PASSWORD BOX দেখা যাবে ।
৪ এখানে আপনি লিখবেন USER BOX এ administrator এবং PASSWORD BOX টা খালি রাখবেন ।
৫ ====OK==== দিন
**************
=====****এবার আপনাদের কে দেখাব কি ভাবে আপনার উইন্ডোজ এক্সপি এর administrator এ PASSWORD হ্যাক করা না যায়****=====
১ START >SETTING>CONTROL PENAL >ADMINISTATIVE TOOLS >COMPUTER management > system tools>local user and ….>user> এইখানে আপনি সকল user দের দেখবেন >administrator >right click >set password > gust & administrator password দেন > administrator & gust এর উপরে একটা select করে right click ore >properties > general >disable >ok
২ আপনি চাইলে অন্যের user password হ্যাক করতে পারবেন old password না দিয়ে ।
==============bye windows xp==============
==================================================
=========******উইন্ডোজ ৭ এর ইউজার password হ্যাক করব******==========
১ রান কমান্ড winwows+R চাপ দিলে রান কমান্ড আসবে অথবা স্টার্ট এ গিয়ে উইন্ডোজ এক্সপিতে দেখা যায় আর উইন্ডোজ ৭ এ start এ গিয়ে নিছের ছবির মত সার্চ করুন
আমি উইন্ডোজ ৭ এর screen short দিচ্ছি
&
২ RUN COMMAND এ গিয়ে লিখুন control userpasswords2 >ওকে ।নিচের ছবির মত আসবে
৩ উপরে আমরা USER & ADVANCE দুইটা ট্যাব দেখতে পারছি , এই খান থেকে আমরা advance tab টি select করব । নিচের ছবির মত আসবে
৪ manage password এ ক্লিক না করে নিচে advance ক্লিক করব ।একটা
৫ এবার আমার এখান থেকে user চাপ দিব ,তারপর আমারা সব ইউজার দেখতে পাব ।এইখান থেকে আমরা একটা একটা select করে right ক্লিক set pass । এই ভাবে সব ইউজার এর password change করতে পারবেন old password না জেনেও , আবার আপনি চাইলে disable করে দিতে পারেন আরেক জনের ইউজার অ্যাকাউন্ট ,আরেকটা account delete করতে পারেন এবং add করে দিতে পারেন ।আর অ্যাকাউন্ট add & delete করতে ডানে বলতে action এ user এ ক্লিক করুন .
&
&
আমার ফেসবুক লিঙ্ক এখানে
================================++++**********THE END**********++++==================================
====================================***************************===========================================
পিটিসি (PTC=Paid to click) :: সাবধানতা :: কিছু ভুয়া/প্রতারক সাইটের ঠিকানা।
পিটিসি (PTC=Paid to click) নামটার সাথে আমরা পরিচিত হচ্ছি দিন দিন। পিটিসি এর মূল কাজ হল নির্দিষ্ট একটি আর্থিক কন্টাকটের মাধ্যমে কোনো ওয়েব সাইটের ভিজিটর বাড়িয়ে দেয়া এবং বিজ্ঞাপনে ক্লিক করা। কিছু লোকজন নিয়মিত ভাবে লিংকে ক্লিক করবে। এটা বিশ্বে কতখানী জায়েজ সে প্রসংগ আমি এড়িয়ে যেতে চাচ্ছি। বর্তমানে আমাদের দেশে এধরনের সেবা দিয়ে থাকে শতাধিক প্রতিষ্ঠান। তাদের কর্মকান্ড আমাদের অজানা নয়। নিয়মিত লেখালেখি হচ্ছে এ নিয়ে।
আমরা আসলে হুজুগী একটা জাত। যেদিকে জনগণ বেশী সেদিকে ঝাপিয়ে পড়ি। চিন্তাভাবনা করি না। আর যখন চিন্তা করার সময় হয় তখন দেখা যায় অনেক ক্ষতি হয়ে গেছে।
ঘরে বসে সহজে ইনকামের একটি বিশ্বাসযোগ্য মাধ্যম হল আউটসোর্সিং যা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশ আউটসোসিং এর বিপুল সম্ভাবনার দেশ তা এখন আর স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই। একদম বাস্তব কথা। আমার গর্বে বুক ভরে ওঠে যখন দেখেছি আউটসোসিং নগরী হিসেবে ঢাকা এখন বিশ্বের তৃতীয়।
জনপ্রিয় আউটসোসিং মার্কেটপ্লেস ওডেস্কে সমষ্টি গত ভাবে বাংলাদেশের ফ্রিল্যান্সারগণ দ্বিতীয় অবস্থানে। আবার ওডেস্কে ব্যাক্তিগত রাকিং এ ব্যাক্তিগতভাবে প্রথম ২০ জনের মধ্যে বাংলাদেশের ফ্রিল্যাঞ্চারদের অবস্থান।
এই ভালো খবরের আনন্দও অনেকক্ষেত্রে ম্লান হয়ে গেছে বাংলাদেশের বিশাল এক জনগোষ্টির প্রতারিত হওয়ায়। এক হাতে তালি বাজেনা যেমন সত্য তেমনি সত্য এই লাইনে কম ধারনা থাকায় এই প্রতারনা ঘটে থাকতে পারে। তারপরও আমি আশাবাদি আমরা আগে খারাপটা পেয়েছি এখন ভালো বুঝতে পারবো। এটা সবার বোঝা উচিৎ লক্ষ কোটি লিংক ক্লিক করা আর যাই হোক ফ্রিল্যাঞ্চারিং না। তাই বলছি আমাদের পিটিসি সাইটগুলো সম্বন্ধে ব্যাপক সচেতন হতে হবে। যা হোক আমি এ ব্যাপারে আর বেশী বলতে চাচ্ছি না। কিছুদিন আগে এমএলএম এর অংক নামে একটি লেখায় আমি কিছু ইঙ্গিত ব্যবহার করেছিলাম। সেই প্রকৃত বুদ্ধিমান যে ইশারায় বোঝে। অনুপ জোলেটার একটা লাইভ কনসার্টে একটা গজলে তিনি বলে ছিলেন।
=? জল সে পাতলা কোন হে?
উত্তর :পানি
=? কোন চিঙ্গারীসে (আগুন) জাদা তেজ হে?
উত্তর : ক্রোধ
=? কোন ভুমি সে ভারি?
উত্তর: পাপ
=? কোন কাজলসে কালী?
উত্তর: কলঙ্ক
আউটসোর্সিং এ ভাল করতে যে ওয়েবসাইট গুলো সহায়ক হতে পারে:
www.techtunes.com.bd
www.freelancefolder.com
www.freelancermagazine.com
www.odesk.com/community
www.earntricks.com
www.allfreelance.com/freelancing_blog
www.bigganprojukti.com
www.techmasterblog.com
www.techtweets.com.bd
কয়েকটি ভুয়া/সন্দেহজনক সাইটের তালিকা:
www.Dolancer.com
www.Bdfreelancing.com
www.skylancers.com
www.skywalker.com
www.lancetech.com
www.adssourcing.com
www.newsheraton.com
www.visionaddworld.com
www.makegem.com
www.googleaddclick.com
www.newsherasion.com
www.diggnity.com
www.quickearns.com
www.workfordollar.info
www.adverview.com
www.airypal.com
www.clicksnetwork.com
www.midds.org
www.adslink-bd.com
www.eyelancer.com
www.alertpayclick.com
www.microbiz.com
www.adzzon.com
www.uniquelancer.com
www.ptcbank.net
www.bestelance.com
www.lancingfore.com
www.freedesklancer.com
www.intadfoundation.com
www.paradiseusainc.com
www.earningsip.com
www.skywalkerltd.com
www.uniqsot.com
www.microclicker.com
www.onlineaddclick
www.onlinenet2work.com
www.esource.com.bd
www.bdsclickcenter.com
www.scamadviser.com
www.eclixsense.com
www.foxclicks.com
www.allictsolution.com
www.world4earn.com
www.dreamkite.com
www.megatypers.com
www.minutelancer.com
www.3gclick.com
www.affaritrack.com
www.clixworld.com
www.microlancer.com
www.orkit-net.com
www.freelancerit.net
এখন আমাদের এমন একজন হ্যামিলনের বঁশীওয়ালা দরকার যিনি তার বাঁশির সুরে এই প্রতারকদের বেড় করে আমাদের সামনে তুলে নিয়ে আসবে। আর সে বাঁশিওয়ালা হতে পারি আমরা টেকটিউনস কমিউনিটির সবাই। হ্যামিলনে যদি একজনের বাঁশির সুরে এত ইঁদুর বিলুপ্ত হতে পারলে। টেকটিউনস কমিউনিটির এতো এতো বাঁশি দিয়ে আমরা কি পরবো না বলেন, ঐ কলঙ্কের তিলক মুছু দিতে?
আসুন দুই নাম্বারি করে ইমাজিন কাপ দেশকে জিতিয়ে দেই!!!!
চলুন দেখে নেই দুই নাম্বারি করে ভোট কিভাবে দিতে হবে।
যদি আপনি বাংলালায়ন, কিউবি, জিপি বা ওলো মডেম ব্যাবহারকারি হন- তাহলে নিচের স্টেপ অনুসারে কাজ করুন,
আমি যেহেতু বাংলালায়ন ব্যাবহার করি তাই বাংলালায়ন এর স্ক্রিন শট দিলাম,
১. আপনার মডেম ডিসকানেক্ট করুন,
৩. গুগল ক্রোম ব্যাবহারকারি হলে,
এবার http://www.imaginecup.com/Competition/PCATeam.aspx?Competitionid=71&teamid=55173 লিঙ্ক এ ঢুকবেন। ঢুকে ভোট দিন। এবার ইনকগনিটো উইন্ডো ক্লোজ করুন। আবার ভোট দেওয়ার জন্য স্টেপ ১ থেকে পুনরাবৃত্তি করুন।
৪. আপনি যদি ফায়ারফক্স ব্যাবহারকারি হন তাহলে আপনি মেনু থেকে Start Private Browsing এ ক্লিক করবেন। এবার http://www.imaginecup.com/Competition/PCATeam.aspx?Competitionid=71&teamid=55173 লিঙ্ক এ ঢুকবেন। ঢুকে ভোট দিন। এবার Private Browsing উইন্ডো ক্লোজ করুন। আবার ভোট দেওয়ার জন্য স্টেপ ১ থেকে পুনরাবৃত্তি করুন।
মনে রাখবেন প্রতিবার ভোট দেওয়ার পর ইনকগনিটো/Private Browsing উইন্ডো ক্লোজ করবেন। তার পর মডেম ডিসকানেক্ট তারপর আবার কানেক্ট তারপর ইনকগনিটো/Private Browsing তারপর লিঙ্কে ঢুকে ভোট দিবেন। এভাবে যার যত দেশপ্রেম সে তত ভোট দিবেন।
আমার ধারণা এভাবে মিনিটে ৪-৬ টা ভোট দেওয়া যায়। আসুন আমরা দেশ গেলো গেলো চিৎকারের কম্পিটিশন না করে, রাজপথ গরম না করে দেশের জন্য গঠনমূলক কিছু করি। পদ্মা সেতু, ডল্যান্সার বা ডেস্টিনির ধুয়া তুলে সরকারের প্রতি দোষারোপ বন্ধ করি। আমরা যে যেখানে আছি সেখান থেকে দেশপ্রেমে উজ্জীবিত হলেই পরে সোনার বাংলা কাগজ কলম থেকে উঠে বাস্তবে রূপ নিবে।
আমি ধরেই নিচ্ছি ইন্টারনেট এক্সপ্লোরার বা অপেরা ব্রাউজার ওয়ালা কেউ লেখাটি পরছেন না। তাই শুধু শুধু এগুলোর ইন্সট্রাকশন দিলাম না। যদি কেও থাকেন তবে কষ্ট করে ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করুন। একান্তই অপরাগ হলে কমেন্টে জানান আমি বলে দিব। আর হা আপনারা কে কত লিটার ভোট দিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হফেজ।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনি যদি গুগল ক্রোম ব্যাবহারকারি হন আর আমার মত ৩GB নেট ইউজ করেন তাহলে হয়ত ব্যান্ডউইথ খরচ করে ভোট দিতে একটু কষ্ট লাগবে। তাই ব্যান্ডউইথ বাঁচানোর জন্য সবার আগেchrome://chrome/settings/content এই লিঙ্কে যান। তারপর Manage Exception এ ক্লিক করুন।
এবার হ্যাক করুন ওয়াইম্যাক্স মডেম আর উপভোগ করুন দুর্দান্ত স্পীড
REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Tcpip\Parameters]
"Sackopts"=dword:00000011
"TcpwindowSize"=dword:0005ae8b
"Tcp1323opts"=dword:00000011
"DefaultTTL"=dword:00000011
"EnablePMTUBHDetect"=dword:00000011
"EnablePMTUDiscovery"=dword:00000011
"GlobalMaxTcpwindowsize"=dword:0005ae8b
এরপর এটিকে save করুন romel.reg নামে।
এরপর save করা ফাইল টি কে ডাবল ক্লিক করুন। এখন আপনার পিসি রিস্টার্ট দিন।
ব্যাস উপভোগ করুন চরম স্পীড !!!!
* যাদের নেট এর স্পীড অনেক বেশী তারা নিচের পোষ্ট টি ক্লিক করে দেখতে পারেন এবং সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন অনায়াসে
মডেম এর কম স্পীড? এবার বাংলাদেশে তৈরি হল Modem Speed Developer
ইন্টারনেট মহাসমূদ্রের কিছু মূল্যবান মুক্তা
আসুন সাইটগুলো দেখে নেই:-
1. www.filehippo.com (এখান থেকে লেটেস্ট সফ্টওয়্যার ফ্রী ডাউনলোড করা যায়)
2. www.openoffice.org (এখান থেকে MS OFICCE এর বিকল্প অফিস টুলস গুলোর অরিজিনাল ভার্সন পাবেন ।পুরোপুরি ফ্রী ।কারন এটা ওপেনসোর্স সফ্টওয়্যার )
3. www.thesitewizard.com (এতে ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে)
4. www.thesimpledollar.com (পার্সোনাল ফিনান্স সম্পর্কে এটা চমত্কার একটা সাইট)
5. www.bplans.com (কীভাবে ব্যবসায় শুরু করতে হয় এবং কীভাবে বিজনেস প্ল্যান তৈরি করতে হয় এসম্পর্কিত পোস্টে ঢাসা এ সাইটটি)
6. www.inc.com (এটা স্মল বিজনেসের যাবতীয় তথ্যবহুল একটা সাইট)
7. www.selfhelpsanctum.com (এখানে কিছু বিখ্যাত অনুপ্ররণামূলক বই ফ্রী পড়তে পারবেন ।যেমন- নেপলিয়ন হিল এর 'থিংক এন্ড গ্রো রিচ')
8. www.allaboutcircuit.com (যারা ইলেক্ট্রিক সার্কিট ও ইলেক্ট্রিসিটি সম্পর্কে ভালো ও বাস্তব জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য বেশ উপকারী এ সাইটটি)
9. www.techradar.com (এখানে মোবাইল ,কম্পিউটার ,ক্যমেরা ইত্যাদি প্রোডাক্টের চমত্কার রিভিউ পাওয়া যায়)
10. www.tomshardware.com (এখানে কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার এর সেরা রিভিউ পাওয়া যায়)
11. www.entrepraneur.com (উদ্যোক্তাদের জন্য এটা চমত্কার একটা সাইট ।একবার ঘুরে আসুন)
12. www.youngentrepraneur.com (এতে যুব উদ্যোক্তাদের সফলতার বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ পোস্ট এর সমাহার আছে)
13. www.thefreecountry.com (এটা থেকে টুকটাক সফ্টওয়্যার ফ্রীতে ডাউনলোড করা যায়)
14. www.answers.yahoo.com (আপনার যে বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় তার কী ওয়ার্ড লিখে এতে সার্চ করুন দেখবেন বেশ উপকৃত হয়েছেন)
15. www.tomsguide.com (এতে সফ্টওয়্যার ও হার্ডওয়্যার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন)
16. www.cprogramming.com (যারা C বা C শিখতে আগ্রহী তাদের জন্য এটা বেশ কার্যকরী)
17. www.gutenberg.org (পিসি বা মোবাইল এর জন্য হাজার হাজার বিখ্যাত বইগুলোর ইবুক ভার্সন ডাউনলোড করতে পারবেন )
18. www.gsmarena.com (বিভিন্ন টেকি প্রোডাক্টের স্পেসিফিকেশন এখানে পেতে পারেন)
19. www.w3schools.com (এর নাম হয়তো সবাই জানেন ।ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে সেরা রিসোর্স এখানে)
20. www.about.com (এটা এমন একটা সাইট যেখানে আপনি সকল বিষয়েরই যথাযথ তথ্য পেতে পারেন)
21. www.kalamullah.com (সহীহ ইসলামিক বইয়ের জন্য বিখ্যাত প্রকাশনা হল দারুস্সালাম প্রকাশনা ।আপনি এখানে দারস্সালেমের সেরা সেরা বই ও অন্যান্য স্কলারদের বইগুলো ফ্রি ডাউনলোড করে পড়তে পারবেন ।)
22. www.quran.com (ইউসুফ আলী ,মুহসীন খান ,পিকথাল প্রভৃতি স্কলারদের অনুবাদকৃত অন্তর্জাতিকভাবে স্বীকৃত অল কোরআন এখানে আছে ।কোরআনের শাব্দিক বিশ্লেষণ ও তাদের ব্যাকরণগত ব্যাখ্যাও এখানে আছে ।সহীহ ইন্টারন্যশনালও পাবেন এখানে ।গবেষকদের জন্য অত্যাবশ্যকীয় সাইট এটি ।)
23. www.sunnah.com (বিখ্যাত ইসলামিক স্কলারদের অনুবাদকৃত সহীহ হাদিস সমুহের ভান্ডার এ সাইটটি ।ধর্মীয় গবেষকদের জন্য এটা অবশ্যকীয় একটা সাইট ।)
24. www.investopedia.cow (যারা BBA করছেন তাদের জন্য এ সাইটটি খুবই গুরুত্বপূর্ণ ।ফিন্যানসিয়াল বিষয়গুলোর খুব সুন্দর অলোচনা এতে আছে ।)
25. www.webopedia.com (এতে ওয়েব ভিত্তিক বিভিন্ন টার্মস যেমন- এপাচি ,ওয়ার্ডপ্রেস ,রাবি ইত্যাদি বিশয়ে বেশ ভালো ব্যাখ্যা পাওয়া যাবে ।)
26. www.ocw.mit.edu (পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে সবার জন্য উন্মুক্ত অনলাই এডুকেশন সাইট এটি ।এতে বিভিন্ন বিষয়ের টেক্সট ও ভিডিও লেকচার আছে ।একজন শিক্ষার্থী এখান থেকে বেশ উপকৃত হতে পারবে ।
===> ভুল-ত্রুটি থাকতেই পারে ।প্লিজ ক্ষমাসুন্দর চোখে দেখবেন ।<===
+৯২, #৯০, #০৯ নং দিয়ে শুরু হওয়া কল থেকে সাবধান!!!!এরিয়ে যাবেন না!!!পড়ুন আর সতর্ক থাকুন।
মোবাইল ফোনের সিম ক্লোনের আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়ছে। +৯২, #৯০ এবং #০৯
এ তিনটি প্রাইমারি কোডের কোনো কল ধরার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল সিমের সব
ধরনের তথ্য কপি হয়ে যাচ্ছে।
সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
এ
নতুন ধরনের আতঙ্ক নিয়ে মোবাইল অপারেটররা পড়েছেন দারুণ বিপাকে। এ ধরনের
ফোন কোড থেকে কল আসা মানেই কলার কল রিসিভারের তথ্য ক্লোন করতে চাইছে।
অর্থাৎ
বুঝতে হবে কলার আপনার সেলফোনের তথ্য কপি করছে।
এ ধরনের তথ্য অন্যের হাতে চলে গেলে অনেক ক্ষেত্রেই বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সুযোগ থাকে। আর সামাজিক মর্যাদা বা ব্লাকমেইলিংয়ের খপ্পড়ে পড়ার বিষয় তো থাকছেই।
কারণ সেলফোনে আজকাল অনেক ব্যক্তিগত তথ্য, ছবি বা কোড সংরক্ষণে অভ্যস্ত হয়ে পড়েছি
এদিকে সেলফোনে কল করার মাধ্যমে অন্যের অন্য সেল থেকে তথ্য ছিনতাইয়ের এ কৌশলটি দারুণ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা। এরই মধ্যে ভারতের লক্ষাধিক মোবাইল গ্রাহক এ সিম ক্নোন সমস্যায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
অনেকে সিমের তথ্য ব্যাংকে এটিএম, ভিসা বা মাস্টার কাডের্র গোপন পিন নম্বর, ব্যাংক আকাউন্ট নম্বর ছাড়াও বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সংরক্ষণ করেন। ফলে এসব তথ্য অন্যের হাতে চলে যাওয়া মানে ব্যক্তি, সামাজিক এমনকি প্রতিষ্ঠানিক বা করপোরেট জগতে বড় ধরনের বিপর্যয় হতে পারে।
তাই শঙ্কা ছাড়িয়ে
বিষয়টি ক্রমশ আতঙ্কে রূপ নিচ্ছে। ঠিক কি কারণে এবং কিভাবে এ ভয়াবহ
কৌশলটি অপারেশন করছে তা ধরতে পারলে এ ধরনের ডাটা হ্যাকিং নিয়ন্ত্রণ করা
সম্ভব।
নিরাপত্তা সংস্থাগুলোও এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে।
আপাতত এ ধরনের অপরিচিত কোডের কল না ধরার পরামর্শ দিয়েছেন বিশ্লেষজ্ঞেরা।
শুধু কল ধরা নয়, এ ধরনের নম্বর
থেকে মিস কল আসলেও কল ব্যাক করা থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
এ
সমস্যারস্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত সেলফোন গ্রাহকদের অপরিচিত কল
রিসিভ ও মিসড কলব্যাক না করতে পরামর্শ দেওয়া হয়েছে। কল এলে নম্বরটি ভাল
করে দেখে নিন, তা +৯২, #৯০, #০৯ নম্বর দিয়ে শুরু
কি না! এ সিম ক্লোন প্রসঙ্গে ভারতের লখনৌর
আইটি বিশেষজ্ঞ পুনিত মিসরা জানান, শুধু তথ্য নয়, সিমের মধ্যে সংরক্ষিত সব
ধরনের তথ্য যেমন ছবি, ভিডিওক্লিপস, এমএমএস নিমিষেই কপি করে ফেলছে এ ইউনিক
কোড। এদিকে আরেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ রাকশিত ট্যান্ডন জানান, এ ধরনের
অপরিচিত এবং সাংকেতিক ফোন কল থেকে বিরত থাকাই সুরক্ষার অন্যতম কৌশল। অচিরেই
এটি নিয়ন্ত্রণে কারিগরি ব্যবস্থা নেওয়া হবে। আর মোবাইল গ্রাহকদের এসব
অানকোড নম্বর থেকে ফোন কল ধরতে নিষেধ করা হচ্ছে। কেননা এরই মধ্যে
আক্রমণকারীরা নতুন কিছু কোড দিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে।কাজেই এ
বিষয়ে সচেতনতাই মূল প্রতিরোধ হিসেবে কাজ করছে।
সবার মনের সন্ধেহ এড়াতে এই সফট্ওয়ারটি ব্যবহার করুন
আমাদের অনেকেরই কম্পিউটারে অনেক ধরনের পার্সোনাল ফাইল থাকে । কিন্তু সেগুলো সহজে লুকিয়ে রাখা যায় না । আবার দেখা যায় যদি সেগুলো রাখতে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সিস্টেমের ফোল্ডার লক সফট্ওয়ার পাওয়া যায় । এই ভাবে ফোল্ডার লক করে রাখলে যে কেউ সন্দেহ করবে । মনে করবে ফোল্ডারটিতে গোপন কিছু আছে । এই সমস্যা দূর করতে আজ আমি আপনাদের একটি Folder Hide নামে একটি সফট্ওয়ার উপহার দেব । পার্সোনাল ফাইল লুকিয়ে রাখতে এই সফট্ওয়ারটি যে এত কার্যকারী সেটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না । আপনি শুধু সফট্ওয়ারটি ডাউনলোড করে ইনস্টল করবেন । ইনস্টলের পর সফট্ওয়ারটি ওপেন করবেন । আপনার গোন পাসওয়ার্ড দেবেন । এখন আপনার পছন্দ মত ফোল্ডার বা ফাইল ধরিয়ে দিয়ে Hide এ ক্লিক করুন আর দেখুন জাদু ।
সফট্ওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনার ই-মেইলের পাসওয়ার্ড কি অন্য কেউ জানে?
Gmail এর ক্ষেত্রে: প্রথমে জিমেইল ঠিকানায় লগইন করে সবার নিচে Last account activity-এর ডান পাশে Details-এ ক্লিক করুন।
নতুন একটি পৃষ্ঠা আসবে। সেখানে আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কখন, কত তারিখ, কোন আইপি ঠিকানা (দেশের নামসহ) থেকে আপনার জিমেইলে প্রবেশ করা হয়েছে, সবগুলোর তালিকা আসবে। আপনি যদি সবসময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই সংযোগদাতার ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে। যেমনঃ 180.234.167.321
Yahoo এর ক্ষেত্রে: প্রথমে ইয়াহু মেইলে লগইন করে আপনার নামের ওপর ক্লিক করে Account Information নির্বাচন করুন। পাসওয়ার্ড দিতে বললে পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন নতুন পেইজ এলে বাঁ পাশ থেকে Sign-In and Security-এর সবার নিচের View your recent login activity-তে ক্লিক করুন।
নতুন পেইজ এলে দেখতে পাবেন আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কোন দেশ থেকে, কত তারিখ, কতটার সময়, ব্রাউজার না ইয়াহু মেসেঞ্জার দিয়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছে এবং তখন কী কী কাজ করা হয়েছে। ডান পাশে Location থেকে IP Address নির্বাচন করে দিলে দেখতে পাবেন কোন কোন আইপি ঠিকানা থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে। এবং নিচে View More-এ ক্লিক করলে গত ২০ বার কোন কোন আইপি ঠিকানা থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে, তা-ও দেখতে পাবেন। আপনি যদি সবসময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে।
যেমনঃ 180.234.321.631
ইয়াহু মেইলের বিভিন্ন সংষ্করণ আছে যেমন ক্ল্যাসিক, বিটা ইত্যাদি। তাই বিভিন্ন ভার্সনে এই অপশনগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে। একটু খোঁজাখুঁজি করলেই হয়তো পেয়ে যাবেন।
তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আইপি ঠিকানাটি কপি করে www.ip-adress.com/whois ঠিকানায় গিয়ে টেক্সট বক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন সংযোগদাতা প্রোভাইডারের, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।
তথ্যসূএঃ প্রথমআলো
ডাউনলোড করুন স্টিফেন হকিং এর সব বই বাংলায় :) না দেখলে মিসস :P
১ নং বইটা হল কালের সংক্ষিপ্ত ইতিহাস... অনেক আগের বই কিন্তু ভাল বেপার হচ্ছে বইটা বাংলায় so যারা এই বেপার গুলায় আগ্রহী তারা পরতে পারেন
ডাউনলোড লিঙ্কেঃ কালের সংক্ষিপ্ত ইতিহাস
পাসওয়ার্ড ঃ sazib
২নং বইটার নাম শিশু মহাবিশ্ব অ অনন্য রচনা এইটা ও পরতে পারেন এটিও বাংলায়...
পাসওয়ার্ড ঃ sazib
৩ নং বইটা হল 'The Grand Design'.. এর বাংলা ও ইংলিশ দুই version ই দিয়ে দিচ্ছি...
পাসওয়ার্ড ঃ sazib
ডাউনলোড লিঙ্কেঃ The Grand Design [বাংলা]
পাসওয়ার্ড ঃ sazib
ফেসবুক লাইক বাড়িয়ে নিনি প্রতিদিন ২০০+……
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
প্রতিদিন ২০০+ ফেসবুক পেজ এ কি ফ্রি লাইক পেতে চান ???
আপনার ওয়েবপেজ বা ব্লগে কি ফ্রি ফ্রি ভিজিটর পেতে চান ????
আপনি পাবেন ফ্রি ফেসবুক লাইক , গুগল+, টুইটার follower, ইউটিউব views , ওয়েবসাইট ভিজিট ।
যার ফলে আপনি পাচ্ছেন প্রতিদিন ২০০ বোনাস পয়েন্ট। আর এই সাইট টি ব্যবহার করা সহজ ।
ধাপ:১:
প্রথমেই আপনাকে addmefast সাইটে সদস্য হতে হবে রেজিস্ট্রশন সঠিকভাবে সম্পন্ন হলে আপনার ইমেইল এ একটিভ লিংক যাবে সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করে নিন।
রেজিস্ট্রশন করুন
ধাপ ২:
এবার আপনার কয়েন অর্জনের পালা
এজন্য ফ্রী কয়েন্ট এ ক্লিক করুন তাহলেই পেজের তালিকা চলে আসবে.. শুধু আপনার পছন্দের লাইক বাটনে চাপতে থাকুন আর পয়েন্ট অর্জন করতে থাকুন। কোন পেজর জন্য কত পয়েন্ট/কয়েন পাবেন সেটা পেজের নীচেই লেখা আছে।
ধাপ ৩:
পয়েন্ট তো অর্জন হল এবার চলুন সেই পয়েন্ট খরচ করে নিজের পেজ এর লাইক বাড়িয়ে নেই। এ জন্য প্রথমেই আপনাকে আপনার ফ্যানপেজেটি ADD করতে হবে।
বামের মেনু থেকে Add Site এ ক্লিক করুন।
আপনি যদি ফেসবুক পেজ অ্যাড করতে চান এবার যে পেজ টি আসবে সেখানে উপর থেকে Facebook অপশন সিলেক্ট করুন।
১. এখানে আপনার ফ্যানপেজের URL লিখুন । যেমনঃ http://www.facebook.com/আপনার ফান পেজ
২. এখানে পেজের টাইটেল লিখুন
৩. আর প্রতি লাইকের জন্য কত পয়েন্ট দিবেন সেটা দিন।(CPC)
এবার Add Site এ ক্লিক করে সেভ করুন।
১. এখানে আপনার ওয়েবপেজ এর URL লিখুন । যেমনঃ http://www.123kobita.co.cc
২. এখানে ওয়েবপেজের টাইটেল লিখুন
৩. আর প্রতি ভিজিটের জন্য কত পয়েন্ট দিবেন সেটা দিন।(CPC) পয়েন্ট বেশি দিলে আপনার ওয়েবপেজ আগে আসবে ।
এবার Add Site এ ক্লিক করে সেভ করুন।
ধাপ ৪:
এবার আপনার কাজ হল আপনার এড করা পেজে আপনার অর্জিত কয়েন সেট করা।
এই জন্য My Site এ ক্লিক করে উপর থেকে Facebook এ ক্লিক করলেই আপনার এড করা ফেসবুক পেজের নাম দেখতে পারবেন। এবার Add Coin এ ক্লিক করুন মানে + সাইন এ ক্লিক করুন ।
এবার কত পয়ন্টে সেট করবেন সেই সংখ্যাটি লিখুন। তারপর সেভ করুন। আপনার কাজ শেষ এবার অন্যরা আপনার পেজ লাইক করবে আর কয়েন অর্জন করবে তার বিনিময়ে আপনি পাবেন আপনার কাঙ্খিত লাইক।
আর আপনিও কয়েন অর্জন করতে থাকুন।
বিঃদ্রঃ কয়েন অর্জনের আরেকটি সহজ উপায় হল রেফারেল সাইন আপ। আপনার রেফারেল একজন সদস্য হলেই আপনি পাবেন ২০০ কয়েন।
এভাবে পয়েন্ট অর্জন করা বেশি সহজ।
৯ জুলাই ইন্টারনেট বিপর্যয়ের ঝুঁকিতে আড়াই লাখ কম্পিউটার
অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে, চলতি বছরের ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে।
কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘ডিএনএস চেঞ্জার’ নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে।
ইন্টারনেট বিপর্যয়ের এ বিষয়টি নিয়ে সতর্ক করতে কাজ করছে সার্চ সেবাদাতা গুগল। কিন্তু সতর্কতা জারির পরও আড়াই লাখ কম্পিউটার এখনও এই ট্রোজান আক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ডেটিকুই জানিয়েছে, সতর্কতা জারির পরও যেসব কম্পিউটার থেকে ম্যালওয়্যার অপসারণ করা হয়নি সেগুলো ঝুঁকির মধ্যে রয়ে গেছে।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক দিন আগেই ট্রোজান ভাইরাস নির্মাতাদের তাদের গ্রেপ্তার করেছিল। পাশাপাশি তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছিল। ট্রোজানের সার্ভার বন্ধ করে দেওয়া হলেও এখনও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। আক্রান্ত কম্পিউটারগুলো সচল রাখতে এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছিল। ৯ জুলাই এফবিআই এই সেবাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এফবিআইয়ের ব্যাকআপ সার্ভারের মাধ্যমে ডিএনএস রাউটিং(এক ধরনের ডোমেইন নেম সিস্টেম কাঠামো) এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চললেও জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই কার্যক্রমটি বন্ধ করতে চেয়েছিল এফবিআই। কিন্তু বিষয়টি নিয়ে এখনো অনেকে সচেতন না থাকায় জুলাই মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। মাত্র চার মাসের জন্য এফবিআই ডিএনএস সার্ভারগুলো চালু করা হলেও আদালতের নির্দেশে সেগুলো এত দিন ধরেই সক্রিয় আছে। তবে এবার জুলাইয়ের ৯ তারিখেই এগুলো বন্ধের তারিখ নিশ্চিত করা হয়েছে।
ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য www.dns-ok.us ঠিকানায় ভিজিট করে দেখে নিতে পারবেন। যদি সবুজ সংকেত দেখায় তবে ম্যালওয়ার মুক্ত
DNS Resolution = GREEN
Your computer appears to be looking up IP addresses correctly!
আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বেঁধেছে।
এদিকে এফবিআই জানিয়েছে, আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৯ জুলাই যখন অস্থায়ী সার্ভার বন্ধ করে দেওয়া হবে, তখন তাঁরা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ সমস্যা সমাধান প্রসঙ্গে জানিয়েছেন, এই ম্যালওয়্যার থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ইন্টারনেট বিভিন্ন অনেক সহজ টুল ব্যবহার করে এই ম্যালওয়্যার অপসারণ করা যাবে। যদি কোন কম্পিউটারে ট্রোজান খুঁজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবে- www.dcwg.org/fix এই লিংকে
নিরাপত্তা বিশ্লেষকেরা দ্রুত এ ভাইরাসটি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।